অনলাইন
গুপ্তচরবৃত্তির প্রশ্নে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার চলছে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৫ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৬:৩২ অপরাহ্ন
যুদ্ধবিরতির আবহের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। গুপ্তচরবৃত্তির প্রশ্নে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার জারি রয়েছে । বুধবার ভারতে অবস্থিত পাক হাইকমিশনের এক কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়। এর পাল্টা হিসেবে বৃহস্পতিবার পাকিস্তান ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কাজ করার অভিযোগে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রকে ডেকে পাঠিয়ে এক কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণার কথা জানানো হয়। সেইসঙ্গে সতর্ক করে দেয়া হয়েছে, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা যাতে কোনও ভাবেই নিজেদের পদমর্যাদা এবং সুবিধার অপব্যবহার না করেন।
এক সপ্তাহের মধ্যে পাল্টাপাল্টি দুইবার দূই দেশের মধ্যে কূটনৈতিক বহিষ্কারের ঘটনা ঘটেছে।