ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

অবশেষে পররাষ্ট্র সচিব পদ ছাড়লেন জসীম, ভার পেলেন রুহুল

কূটনৈতিক রিপোর্টার

(৬ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৯ অপরাহ্ন

mzamin

অবশেষে পদ (দায়িত্ব) থেকে সরে দাঁড়ালেন বহুল আলোচিত পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। তার অস্বাভাবিক বিদায়ের পর পররাষ্ট্র সচিবের রুটিন দায়িত্ব সমালাবেন মন্ত্রণালয়ে সচিব রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ সচিব পদে পরিবর্তনের অফিস আদেশ জারি করে। মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ‘এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, জনাব মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিব-এর দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে জনাব মো. রুহুল আলম সিদ্দিকী, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন। ২৩শে মে ২০২৫ থেকে এই আদেশ কার্যকর হবে।’ একদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন, সচিব জসীম উদ্দিন আর ওই পদে থাকছেন না। তার দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। দু’একদিনের মধ্যে তিনি নিজে থেকে পররাষ্ট্র সচিবের পদ ছেড়ে দিবেন। তবে কোন প্রক্রিয়ায় তিনি পদত্যাগ করবেন, সে বিষয়ে স্পষ্ট করে বুধবারও কিছু বলেননি উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রাতে একাধিক কূটনৈতিক সূত্র মানবজমিনকে এটা নিশ্চিত করেছে যে, জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের পদত্যাগের পাশাপাশি ৪৫ দিনের ছুটি নিয়েছেন। তার আগাম ওই ছুটি আগেই মঞ্জুর হয়েছে। 

সূত্র মতে, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পরবর্তী পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তার নিয়োগের আদেশ জারি না হলেও অনতিবিলম্বে তাকে ঢাকায় ফেরার নির্দেশ দেয়া হয়েছে। ১৫ ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তার ব্যাচের প্রথম রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন। পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের উত্তরসূরি হতে যাওয়া সিয়ামের নিয়োগ চূড়ান্ত হলেও তাকে প্রথমে ভারপ্রাপ্ত সচিব করা হবে। আগামী ২০শে জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল সিদ্দিকী অবসর-পূর্ব ছুটিতে যাবেন। সেক্ষেত্রে ১ মাসের কম সময় তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন। 
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

১০

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status