অনলাইন
মালয়েশিয়ার আসিয়ান সম্মেলনে অগ্রাধিকার পাচ্ছে গাজা পরিস্থিতি
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(৫ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:২১ অপরাহ্ন

প্যালেস্টাইনের গাজা পরিস্থিতিকে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদার, আঞ্চলিক অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেয়া এবং বিনিয়োগ উদ্যোগকে উৎসাহ দেয়া-এসব বিষয় থাকবে ৪৬তম আসিয়ান সম্মেলনের সঙ্গে অনুষ্ঠিতব্য নেতৃবৃন্দের রিট্রিটের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
দেশটির সরকারি মুখপাত্র বারনামা জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম আসিয়ান পাওয়ার গ্রিড প্রকল্পের গুরুত্বও তুলে ধরেন, এটিকে তিনি আঞ্চলিক জ্বালানি সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বর্ণনা করেন।
আজ তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, চলতি বছরে আসিয়ান চেয়ার হিসেবে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আসিয়ানকে একটি নীতিনির্ভর ও সুস্পষ্ট টেকসই অর্থনৈতিক ভিশনের আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে তুলতে চাই।
মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত শুল্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে মালয়েশিয়ার আলোচিত প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কারে মনোনিবেশ করছে এবং চীন, ভারত ও পাকিস্তানের মতো অংশীদারদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সম্পর্ক জোরদার করছে। মালয়েশিয়া সব সময় একটি উন্মুক্ত বাণিজ্যিক রাষ্ট্র হিসেবে থাকতে চায়। আমরা যেমন চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ঐতিহ্যবাহী অংশীদারদের সঙ্গে সম্পর্ক রক্ষা করছি, তেমনই নতুন বাজার অনুসন্ধানেও আগ্রহী — যেমন রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন।
উক্ত ব্রিফিং সেশনে আনোয়ার সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমসাময়িক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেন।