অনলাইন
জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জামায়াত আমীরের
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ২:৩৬ অপরাহ্ন

জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।
ওই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।’
পাঠকের মতামত
শফিক হুজুর কি ভয় পাইছেন? > আপনাদের ভাষায় মুক্তিযুদ্ধাগণ মুক্তিযুদ্ধ করে যে পাপ করেছে, তার শাস্তি দিবেন না ??? > বাংলাদেশকে গোলাম আজম, নিজামী, সাঈদী, কাদের মোল্লার বাংলা বানাবেন না ??? > গোলাম আজম কে জাতির পিতা বানাবেন না ??? > গোলাম আজম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বানাবেন না ??? > জাতীয় সঙ্গীত পাল্টাবেন না ??? > ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর কে বেদাত ঘোষণা করবেন না???