ঢাকা, ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ইশরাকের

স্টাফ রিপোর্টার

(৫ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৫:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১৩ অপরাহ্ন

mzamin

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকলে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।

ইশরাক বলেন, ‘আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখবো। সরকারকে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে সরকার কী করে সেটার ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আজকে যেহেতু রায় পেয়েছি, এটা নিয়ে কাজ করছি। যদি আবারো সরকার এটা নিয়ে টালবাহানা করে, আমরা আবারও মাঠে নামবো।’

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবির বিষয়ে তিনি বলেন, ‘সরকারে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, তারা একটি নতুন রাজনৈতিক দলের সংগঠন ও সমর্থক হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন শেষ হবে না। আমরা প্রথম যে দাবি করেছি, ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, এটা পরিবর্তন হবে না। সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে আন্দোলনের কৃতিত্ব দিতে হবে ‘

ইশরাক আরও বলেন, ‘শুরুতেই এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না। বর্তমান সরকার আমাদেরকে অধিকার বঞ্চিত করতে এমন জায়গায় নিয়ে যায়, আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’

কর্মীদের উদ্দেশে ইশরাক আরও বলেন, ‘আমি কিচ্ছু হইনি, মেয়র হয়েছেন আপনারা। এখানকার প্রতিটি মানুষ, যারা ঝড়বৃষ্টি উপেক্ষা করে সারা রাত এখানে অবস্থান নিয়েছেন।’

পাঠকের মতামত

আন্তর্জাতিক ধান্ধাবাজ, বাটপার, ইউনূস সরকার নিরপেক্ষ নয়। সরকার আদালতের রায় মানে না, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানে না, জনমতের তোয়াক্কা করে না। ইউনূস সরকারের পদত্যাগ চাই। নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন চাই।

সিরু
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

১০

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status