অনলাইন
ঢাকায় অবরোধ-কর্মসূচি
অসহনীয় যানজট-ভোগান্তি
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৯ অপরাহ্ন

রাজধানীর শাহবাগ ও সাইন্সল্যাবসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে রাস্তা বন্ধ করে চলছে অবরোধ কর্মসূচি। এতে স্থবির হয়ে পড়েছে ঢাকা। নগরীর বিভিন্ন সড়কে দেখা গেছে দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েছেন শত শত কর্মব্যস্ত মানুষ। অধিকাংশ যাত্রীরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তাদের গন্তব্যে ছুটছেন। বৃহস্পতিবার সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তারা মূল সড়কে বসে পড়েছেন। অসহনীয় এই যানজটে ভোগান্তিতে পড়েছেন মানুষ। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় ছাত্রদলের নেতা-কর্মীরা পূর্বঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে অবরোধ করেছেন।
সরজমিনে দেখা যায়, ঢাকার শাহবাগ, সাইন্সল্যাব ও বাংলামোটরে বাস বন্ধ হয়ে আছে। বাংলামোটর থেকে শাহবাগগামী সড়ক বন্ধ রয়েছে। বাস থেকে নেমে যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। অবরোধকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়াও ইশরাকের শপথ নেয়ার দাবিতে ইশরাকপন্থি নেতা-কর্মীরা কাকরাইল ও মৎস ভবন মোড় অবরোধ করেছেন।
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার চেয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবরোধ কর্মসূচি অংশ নেওয়া নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন ‘বিচার চাই, বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে।’
কাওরান বাজার থেকে হেঁটে আসা যাত্রী ফরহাদ বলেন, ‘আমি আমার সন্তানকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাচ্ছি। আমার ছোটভাই সেখানে তিনদিন ধরে ভর্তি। তার সঙ্গে আমার স্ত্রী রয়েছে। তাদের জন্য বাসা থেকে খাবার নিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, ‘এই ছোট বাচ্চাকে নিয়ে কীভাবে এতদূর হেঁটে যাবো। কাওরান বাজারে এসে বাস আর চলে না। কোনো উপায় না পেয়ে এখন বাস থেকে নেমে হেঁটে যেতে হচ্ছে। আমি আগারগাঁও থেকে বাসে উঠেছি। এভাবে রাস্তা বন্ধ করে রাখলে মানুষের গুরুত্বপূর্ণ কাজে ক্ষতি হচ্ছে। আমার অসুস্থ ভাই এখনো খাবার খেতে পারেনি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আমরা সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি নিয়ে রাজপথে নেমেছি। বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।’
রমনা জোনের ট্রাফিক সার্জেন্ট নাফিস আহমেদ বলেন, ‘অবরোধের কারণে সকাল থেকে সাতটি পয়েন্ট বন্ধ। কোনো দিকে গাড়ি যাচ্ছে না। অবরোধ ছেড়ে রাস্তা থেকে সরে না দাঁড়ালে যানজট কমবে না। এ যানজট ভেতরের সড়কগুলোতেও গড়িয়েছে। বড় বড় যানবাহন অলিতে-গলিতে ঢুকে গেছে। ফলে যানজট আরও বেড়েছে।’
পাঠকের মতামত
এই রাজনীতি আসলে কার বা কাদের স্বার্থে? যার জন্যই হোক জনগণের জন্য নয়!