অনলাইন
স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে ‘অনিতা-স্যামসন’ ট্রাস্টের উদ্যোগে অনেক কার্যক্রম গ্রহণ করা হচ্ছেঃ তপন চৌধুরী
(৯ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৯ অপরাহ্ন
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ ‘লোকাল ইনভেস্টমেন্ট’ ক্যাটাগরিতে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে এই অর্জন দ্বারা সম্মানিত হলো স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠানটি। স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর এই অর্জন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরী।
প্রশ্নঃ অভিনন্দন আপনাকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর এই অর্জনের জন্য। এই স্বীকৃতি স্কয়ার-এর ভবিষ্যৎ পথচলাকে কীভাবে প্রভাবিত করবে?
তপন চৌধুরীঃ ধন্যবাদ। এ স্বীকৃতি চিকিৎসক-কেমিস্ট থেকে শুরু করে স্কয়ার পরিবারের সকল সদস্যদের। যাদের কাজের ফলে স্কয়ার এই স্বীকৃতি পেয়েছে, আশা করি তারা সবাই অনুপ্রাণিত হবেন।
প্রশ্নঃ এ অর্জন প্রমাণ করে, জাতীয় অর্থনীতিতেও স্কয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে..।
তপন চৌধুরীঃ নিঃসন্দেহে। প্রত্যক্ষভাবে জিডিপিতে আমাদের অবদান ০.৫%, পরোক্ষভাবে সেটা ৩.৫%। আর রাজস্বের ক্ষেত্রে টাকার অঙ্কে প্রায় ২,৫০০ কোটি টাকা, যেটা মোট রাজস্বের প্রায় ০.৬৩%। এই অঙ্কগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
প্রশ্নঃ অনেকের আশঙ্কা, স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণ ঘটলে ওষুধের দাম বাড়বে। এ সমস্যা আমরা কীভাবে মোকাবেলা করতে পারি?
তপন চৌধুরীঃ এতদিন স্বল্পোন্নত দেশ হিসেবে লিগ্যালি আমরা যেকোনো প্যাটেন্টের প্রোডাক্ট তৈরি করতে পারতাম। ভবিষ্যতে একটা বড় চ্যালেঞ্জ আসবে। তবে, এখন অন্তত ফার্মাসিউটিক্যালস সেক্টরে সমস্যা মোকাবেলায় আমরা প্রস্তুত। তাৎক্ষনিকভাবে কোনো বড় সমস্যা হবে না।
প্রশ্নঃ দেশের বাইরেও নিজেদের পরিসর বৃদ্ধি করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস…।
তপন চৌধুরীঃ আমরা শুধু দেশের কথা ভাবছি না। বাইরে বিনিয়োগের সুযোগ থাকলে আমাদের বেশ কিছু কোম্পানি ভালোভাবেই সুযোগটা নিতে পারবে। যেমন এই মুহূর্তে কেনিয়াতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর একটা ফ্যাক্টরি আছে, যেখানে আমরা ভালো করছি। এভাবে আমাদের নিজস্ব আয়কৃত বৈদেশিক মুদ্রা থেকেই আমরা আরও অন্যান্য দেশেও বিনিয়োগ করতে চাই।
প্রশ্নঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচিত একটা পোস্টে আপনাকে তানজানিয়ায় স্কয়ার-এর ওষুধ পেতে দেখা গেছে…।
তপন চৌধুরীঃ হ্যাঁ, তানজানিয়ার ছোট্ট একটা গ্রামের ফার্মেসিতে হঠাৎ করে আমি শেলফে দেখি, স্কয়ার ফার্মার কফ সিরাপ। খুব খুশি হই দেখে। আমি দোকানে বিক্রয়কর্মী তরুণীটিকে জিজ্ঞেস করলাম, কেমন সাড়া পাচ্ছে আমাদের ওষুধ। সে খুবই উচ্ছ্বসিত হয়ে ইতিবাচক উত্তর দেয়।
প্রশ্নঃ টেকসই জীবন ব্যবস্থা নিশ্চিতে স্কয়ার-এর মতো কর্পোরেট প্রতিষ্ঠান কতোটা দায়বদ্ধ?
তপন চৌধুরীঃ আমরা যখনই কোনো শিল্প-কলকারখানা নির্মাণের পরিকল্পনা নিই, বিল্ডিং বা কারখানার ডিজাইনগুলো এমনভাবে করি যেন প্রকৃতির যতোটা কম সম্ভব ক্ষতি করে কাঠামোগুলো তৈরি হয়। এজন্যই দেখবেন, আমাদের চারপাশটা বেশ সবুজ। আমাদের স্থাপনা নির্মাণে জলাশয় কিংবা পাখিদের ক্ষতি করা হয়নি। প্রকৃতির সুরক্ষায় সবার মতো আমরাও দায়বদ্ধ, এবং সেই দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করে যাই।
প্রশ্নঃ এবছর স্কয়ার–এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ। এ উপলক্ষে আপনারা কী কী উদ্যোগ গ্রহণ করেছেন?
তপন চৌধুরীঃ অনেক উদ্যোগই গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে, আমরা তাঁর সন্তানেরা ‘অনিতা-স্যামসন ট্রাস্ট’ গঠন করেছি। এই ট্রাস্টের আওতায় একটি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ এবং একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যেন সবধরণের মানুষই এর মাধ্যমে স্বল্পব্যয়ে স্বাস্থ্যসেবা পেতে পারে।
প্রশ্নঃ ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনার ভাবনা যদি শেয়ার করতেন।
তপন চৌধুরীঃ আমার চিন্তার অনেকখানি জুড়েই আমার নাতিরা থাকে। তারাও তো ভবিষ্যৎ প্রজন্মেরই অংশ। আমি যখন থাকবো না, আমি চাইবো তারা যেন বলার সুযোগ না পায়, যে আমার দাদুরা আমাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাননি। সেই সুন্দর পৃথিবী, সুন্দর দেশ গড়ে তোলার জন্যই কাজ করে গেছি এবং কাজ করে যাবো।