অনলাইন
সাম্য হত্যার বিচার নিশ্চিতের দাবি
শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান, যান চলাচল বন্ধ
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ মোড়ে অবস্থান নেয় ছাত্রদল। অবস্থানের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচিতে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব সেখানে উপস্থিত রয়েছেন।
এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘এক দফা এক দাবি, ভিসির পদত্যাগ’, ‘ভিসি প্রক্টরের অনেক গুণ, নয় মাসে দুই খুন’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
এর আগে সকাল সাড়ে নয়টা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে।