ঢাকা, ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

ইউরোভিশন গানের প্রতিযোগিতায় ইসরাইলের ফলাফল নিয়ে প্রশ্ন উঠছে

মানবজমিন ডিজিটাল

(৬ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৯ অপরাহ্ন

ইউরোভিশন গানের প্রতিযোগিতায় জনসাধারণের ভোটে ইসরাইলের সাফল্যের পর বিভিন্ন দেশ থেকে এই প্রতিযোগিতার ফলাফল এবং ভোটদান প্রক্রিয়াটি  পরীক্ষা করে দেখার আহ্বান জানানো হয়েছে। শনিবার ইসরাইলি গায়িকা যুবাল রাফেল তার  নিউ ডে উইল রাইজ গানটি গেয়ে  দর্শক ভোটে শীর্ষে ছিলেন, কিন্তু জুরি বোর্ডের বিবেচনায়  তিনি অস্ট্রিয়ার পর দ্বিতীয় স্থান অধিকার করেন।আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, আইসল্যান্ড এবং ফিনল্যান্ডের সম্প্রচারকরা তখন থেকে জনসাধারণের ভোট নিয়ে  প্রশ্ন  উত্থাপন করেছেন, কেউ কেউ ভোটদান প্রক্রিয়াটি পরীক্ষা করে দেখার  অনুরোধ করেছেন। ইউরোভিশনের আয়োজক ইউরোপিয়ান ব্রডকাস্টিং  ইউনিয়ন (ইবিইউ) জানিয়েছে যে ভোটটি স্বাধীনভাবে যাচাই করা হয়েছে এবং তারা দর্শকদের যেকোনো প্রশ্নকে  গুরুত্বের সাথে বিবেচনা করে দেখছে।

জাতীয় জুরিদের বিচারে  ইসরাইল যৌথভাবে ১৪তম স্থানে ছিল, কিন্তু ফোন এবং অনলাইন ভোটের ফলাফলের পর দেখা গেছে দেশটি  লিডারবোর্ডে উপরের দিকে  উঠে এসেছে। বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন এবং যুক্তরাজ্য ছিল সেই দেশগুলোর মধ্যে যাদের দর্শকরা ইসরাইলকে সর্বোচ্চ ১২ পয়েন্ট দিয়েছে, যেখানে আয়ারল্যান্ড এবং ফিনল্যান্ড ১০ পয়েন্ট দিয়েছে। আইরিশ  সম্প্রচারক আরটিই আয়োজকদের কাছ থেকে ভোটের সম্পূর্ণ বিবরণ চেয়েছে। স্প্যানিশ সম্প্রচারক আরটিভিই ফলাফলের তদন্ত এবং টেলিভোটিং সিস্টেম পর্যালোচনার অনুরোধ করার পরে এটি করা হয়েছিল। দর্শকরা বর্তমানে ফোন, টেক্সট বা অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ২০ বার ভোট দিতে পারবেন। ফ্লেমিশের একজন সাংসদ কাটিয়া সেগার্স বলেন: "যে সিস্টেমে সবাই সর্বোচ্চ ২০টি ভোট দিতে পারে, সেখানে সহজেই  কারসাজি করা যেতে  পারে। এই কারসাজি আমাদের দেশ এবং অন্যান্য সমস্ত অংশগ্রহণকারীদের সাথে ঘটেছে  কিনা তা তদন্ত করা উচিত।'

রাজনৈতিক উত্তেজনা
ফ্লেমিশ পাবলিক ব্রডকাস্টার ভিআরটি-এর একজন মুখপাত্র বলেছেন: "টেলিভোটের গণনা সঠিকভাবে সম্পন্ন হয়নি এমন কোনও তথ্য  আমাদের কাছে নেই, তবে আমরা ইউরোপিয়ান ব্রডকাস্টিং  ইউনিয়ন-এর  পক্ষ থেকে সম্পূর্ণ স্বচ্ছতার জন্য অনুরোধ করছি।সর্বোপরি প্রশ্ন হলো বর্তমান ব্যবস্থা দর্শক এবং শ্রোতাদের মতামতের ন্যায্য প্রতিফলন নিশ্চিত করে কিনা?' ফিনল্যান্ডের  YLE বলেছে: "আমরা অবশ্যই ইবিইউ-কে জিজ্ঞাসা করব যে এই নিয়মগুলো আপডেট করার সময় এসেছে কিনা অথবা অন্তত পরীক্ষা করে দেখার যে এর মাধ্যমে কোনো  অপব্যবহার হচ্ছে কিনা।" মঙ্গলবার, ডাচ পাবলিক ব্রডকাস্টার অ্যাভ্রোট্রস এবং এনপিও একটি বিবৃতি জারি করে বলেছে যে প্রতিযোগিতাটি "সামাজিক এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা দ্বারা ক্রমবর্ধমানভাবে প্রভাবিত হচ্ছে"। তারা বলেছে - 'ইসরাইল জড়িত থাকার ফলে  ইউরোভিশন এখনও সত্যিই একটি অরাজনৈতিক, ঐক্যবদ্ধ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। 'জবাবে, প্রতিযোগিতার পরিচালক মার্টিন গ্রিন বলেন, আয়োজকরা সমস্ত অংশগ্রহণকারী সম্প্রচারকদের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছেন  এবং তাদের উদ্বেগগুলোকে গুরুত্ব সহকারে নিচ্ছেন"। 

এই বছরের ইভেন্টের সকল দিক নিয়ে  অংশগ্রহণকারী সম্প্রচারকদের সাথে  বিস্তৃত আলোচনা  হবে বলে জানান তিনি। মার্টিনের কথায় , "এটা জোর দিয়ে বলা গুরুত্বপূর্ণ যে ইউরোভিশন গানের প্রতিযোগিতার ভোটদান কার্যক্রম বিশ্বের সবচেয়ে উন্নত এবং প্রতিটি দেশের ফলাফল একটি বিশাল টিম  দ্বারা  যাচাই করা হয় যাতে কোনও সন্দেহজনক বা অনিয়মিত ভোটদান জড়িত না থাকে । একটি স্বাধীন  জুরি বোর্ড  জনসাধারণের ভোটের তথ্য পর্যালোচনা করে নিশ্চিত করে যে   ফলাফলটি বৈধ।' এদিকে ইবিইউ দ্বারা পরিচালিত ইউরোভিশন নিউজ জানিয়েছে যে ইসরাইলি সরকারের একটি সংস্থা বিজ্ঞাপনের জন্য অর্থ প্রদান করেছে এবং প্রতিযোগিতায় ইসরাইলের পক্ষে ভোট দিতে জনগণকে উৎসাহিত করার জন্য রাষ্ট্রীয় সামাজিক যোগাযোগ মাধ্যমকে   ব্যবহার করেছে। যদিও মার্টিন গ্রিনের দাবি,  কোনো  নিয়ম ভঙ্গ হয়নি।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status