অনলাইন
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে: জরিপ
মানবজমিন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ২১ মে ২০২৫, বুধবার, ৮:৫৯ অপরাহ্ন

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি জরিপের পরিসংখ্যানই একটি বার্তা দিচ্ছে, তা হলো- প্রেসিডেন্ট হিসেবে দিন দিন অজনপ্রিয় হয়ে উঠছেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের ইপসোস-এর জরিপে বলা হয়েছে, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থনের হার কমে ৪২ শতাংশ দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এ পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে তার মধ্যে সর্বনিম্ন পরিসংখ্যান এটি। এতে দেখা গেছে, আগের সপ্তাহের তুলনায় এবার জনপ্রিয়তার হার কিছুটা কমেছে। গত সপ্তাহে জরিপে ৪৪ শতাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কাজের সমর্থন করেছিলেন। তবে সম্প্রতি জরিপে সেই হার ২ শতাংশ কমেছে। জরিপে ৩ শতাংশ পয়েন্ট পর্যন্ত (মার্জিন অব এরর) ভুলত্রুটির সুযোগ আছে। তবে প্রথম মেয়াদের তুলনায় শপথ গ্রহনের সময় অনুসারে বর্তমানে ভালো অবস্থানে আছেন ট্রাম্প। একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায়ও জরিপে এগিয়ে আছেন তিনি।
বিশেষ করে ২০২১-২০২৫ মেয়াদের দ্বিতীয়ার্ধে বাইডেনের যে জনপ্রিয়তা ছিল, তার তুলনায় এখনো বেশি রিপাবলিকান প্রেসিডেন্ট। অর্থনীতিতে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পেয়েছিলেন ট্রাম্প। তবে ক্ষমতায় বসার পর অর্থনীতিতে পরিবর্তনের লক্ষ্যে বাণিজ্য খাতে যে নীতি গ্রহণ করেছে তার প্রশাসন তাতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় বড় রকমের ধাক্কা লেগেছে। শপথ গ্রহনের পরপর জনমত জরিপে সর্বোচ্চ সমর্থন পেয়েছিলেন ট্রাম্প। যা ধারাবাহিকভাবে কমছে। তখন ট্রাম্পের জনপ্রিয়তার হার ছিল ৪৭ শতাংশ। নতুন জরিপে অংশ নেয়া মাত্র ৩৯ শতাংশ মানুষ বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ভালো করছেন। গত সপ্তাহেও দেশের অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের প্রতি সমর্থনের হার একই ছিল। রয়টার্সের ইপসোস পরিচালিত এ অনলাইন জরিপটি ১৬ থেকে ১৮ মে সারা দেশে পরিচালিত হয়। জরিপে ১ হাজার ২৪ জন প্রাপ্তবয়স্ক মার্কিন অংশ নেন।