অনলাইন
ইসি এখন বিএনপির দলীয় কার্যালয়ের মতো কাজ করছে : নাসিরুদ্দিন পাটোয়ারী
স্টাফ রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ২১ মে ২০২৫, বুধবার, ৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৯ অপরাহ্ন

নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া এনসিপি কাউকে ভোটে অংশ নিতে দেবে না। ইসি এখন বিএনপির দলীয় কার্যালয়ের মতো কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন।
বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এসময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সমালোচনা করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, তারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগে বাধ্য করা হবে। তারা বাংলাদেশের অর্থনীতি ও আইন ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আসিফ নজরুল ও সালেহউদ্দিনকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। জনগণ যেভাবে আগের শাসকদের ছুড়ে ফেলেছে, আপনাদেরও ছুড়ে ফেলবে। নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া এনসিপি কাউকে ভোটে অংশ নিতে দেবে না। ইসি এখন বিএনপির দলীয় কার্যালয়ের মতো কাজ করছে।
পাটোয়ারী আরও বলেন, বিএনপি এখন লাশের রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলছে। এমনকি নগর ভবন বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশে আর মুজিবীয় সংবিধান চলবে না।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে বেআইনি কাজ করছেন।
ড. সালেহউদ্দিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ভারত থেকে এসে দেশটির দালাল হয়ে গেছেন। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হবে না। আপনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন।
পাঠকের মতামত
যাদের মেম্বার হবার যোগ্যটা নাই তাঁরা কথা বলে প্রধানমন্ত্রীর মত। সে হিসেবেতো অনেকেই উপদেষ্টা পরিষদকে আপনাদের দলীয় কার্যালয় মনে করতে পারে। এইসব নাটক বন্ধ করে দেশের স্বার্থে, গনতন্ত্রের স্বার্থে কাজ করেন অথবা রাজনীতি শুরুর আগেই অবসর নেন। এইসব নাটক মানুষ এখন আর খায় না।
ছাত্রদেরকে অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু--------
রাজনীতির নাবালকের এই ভাষা, সাবালক হলে এ যে কোন স্তরের ফ্যাসিস্ট হবে বুঝতে কারোও বাকি আছে? শিষ্টাচারের প্রয়াহিক্ষণ দরকার সাথে আদবেরও।
One of the top leaders of BNP, Salahuddin Ahmed, had been openly hostile towards Dr Khalilur Rahman (a Bangladeshi citizen by birth) who has shown tremendous level of competence to take our defence to a new level within a very short period of time and succeeded in blunting the euphoria of the INDIANS who were planning to invade our land? Is it the kind of training that Mr Ahmed got from INDIA during his so called abduction and passing time in there for years?
এই পোলা সঠিক কথা বলেছে । আমরা সবাই এই তিন উপদেষ্টার পদত্যাগ চাই । বিনপি আওয়ামীলীগ এর মতো সন্ত্রাসী হয়ে উঠছে ।
First you should know how to speak, how to address, should learn manner and be professional.
এই ইসি তো এই সরকার নিয়োগ দিয়েছেন। রাজনৈতিক অভিজ্ঞতা নেই বলে যা তা বলতে পারছে! সরকারে দুজন ছাত্র প্রতিনিধি আছে। বিএনপি তো বলছে পদত্যাগ করার জন্য। এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতার স্বার্থে দুজন ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করানো উচিত!
এরা এক জাতীয় পিপীলিকা বেয়াদ ঈদে রাজনীতির কোন ভবিষ্যৎ নেই অতীত শাস্ত্রী আছে পিপীলিকা যখন গজায় তখন মরিবার তরে অর্থাৎ পিপিলিকার পাখা গজালেই সে মোরে আর এরা হলো সেই ধরনের পিপীলিকা। এরা বিএনপির মতন একটা গণতান্ত্রিক বহু দলীয় দলকে নিয়ে যে ধরনের কুমন্তব্য করছে অদূর ভবিষ্যতে এদের অস্তিত্ব নিয়ে সমস্যা হতে পারে
এই বেয়াদবদের কে ছাত্রলীগের হাতে ছেড়ে দেওয়া উচিৎ।বিএনপির উচিৎ কিছুদিন চুপ থেকে এই চাঁদাবাজদেরকে ছাত্রলীগের মোকাবেলা করতে দেওয়া।দেখি হেডম আছে না নাই।
কোটা আন্দোলনের নেতা, জাতীয় নেতা হতে চাইলে ভাষা এমন হয়। যাদের পদত্যাগ চেয়েছে যেন মামা বাড়ি আবদার। তারা কোন অবস্থাতেই পদত্যাগ করবেন না।
এই পোলা টা চরম বেয়াদব। আমি বিশ্বাস করি এর কোন রাজনৈতিক ভবিষ্যতে নেই