অনলাইন
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অসহযোগ কর্মসূচির ডাক
স্টাফ রিপোর্টার
(১৩ ঘন্টা আগে) ২১ মে ২০২৫, বুধবার, ৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৪২ অপরাহ্ন
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণসহ চার দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে সরকার। এটার বিরোধিতা করে এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছেন এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা।
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত ঐক্য পরিষদের পক্ষ থেকে ৪ দফা দাবি দেয়া হয়। ওই দাবিগুলো হলো-
১. জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে;
২. অবিলম্বে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে;
৩. রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে
৪. জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনা করে প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।