ঢাকা, ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে অসহযোগ কর্মসূচির ডাক

অর্থনৈতিক রিপোর্টার
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
mzamin

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের পদত্যাগের দাবিতে অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ডাক দেয়া হয়।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হলে ২৬শে মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করা হবে। এর আগে যেসব কর্মসূচি পালন করা হবে সেগুলো হলো আগামীকাল (আজ) দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহের বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান, এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে।

এতে আরও জানানো হয়, আগামী শনিবার ও রোববার কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহ ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
আগামী ২৬শে মে সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে বলে জানানো হয়।

পরিষদের আগের তিনটি দাবির সঙ্গে নতুন করে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি যুক্ত হয়েছে। গত ১৪ই মে থেকে অধ্যাদেশ বাতিল, পরামর্শক কমিটির সুপারিশ প্রকাশ এবং অংশীজনের মতামতের ভিত্তিতে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করার দাবি জানিয়ে কলম বিরতি পালন করে আসছে ঐক্য পরিষদ।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status