ঢাকা, ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

বিয়ের ছবি তোলার কথা বলে ডেকে নিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
mzamin

রাজধানীর হাজারীবাগে ফটোগ্রাফার নুরুল ইসলাম (২৬) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, বিয়ের অনুষ্ঠানের  ছবি তোলার কথা বলে তাকে ডেকে নিয়ে হত্যার পর দু’টি ক্যামেরা নিয়ে যায় তারা। মঙ্গলবার ঢাকা ও ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা এসব তরুণের কাছ থেকে ছিনতাই হওয়া দু’টি ডিএসএলআর ক্যামেরা ও চাপাতি উদ্ধার করা হয়। শুক্রবার হাজারীবাগ এলাকায় নুরুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলতেন। গতকাল ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম এ সব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো- নাঈম আহম্মেদ, শাহীন আকন্দ ওরফে শাহিনুল, শাহীন চৌকিদার, রহিম সরকার, নয়ন আহম্মেদ, হৃদয় মাদবর, আব্দুর রাজ্জাক ওরফে রাজা, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম ও মো. আরমান। ডিসি মাসুদ বলেন, নুরুলের একটি ফেসবুক পেজ আছে। সেই পেজের সূত্রে গ্রেপ্তারকৃত একজন ১৫ই মে তার সঙ্গে যোগাযোগ করে বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার অনুরোধ করে এবং অগ্রীম হিসেবে বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠায়। ঘটনার দিন ওই ব্যক্তি নুরুলকে ফোন করে শংকর চৌরাস্তায়  যেতে বলে। ইমন নামে এক বন্ধুকে সঙ্গে নিয়ে নুরুল সেখানে যান এবং ওই ব্যক্তির সঙ্গে দেখা হয়। পরে তারা ওই ব্যক্তির কথামতো একটি অটোরিকশায় করে জাফরাবাদ পুলপাড় ব্লুমিং চাইল্ড স্কুলের কাছে বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা দেন। ঋষিপাড়া এলাকায় পৌঁছামাত্র হামলাকারীদের কবলে পড়েন। ডিসি বলেন, ইমন দৌড়ে আত্মরক্ষা করলেও ক্যামরা ব্যাগ নিয়ে থাকা নুরুলকে কুপিয়ে ক্যামেরা ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার এক সপ্তাহ আগে তারা কয়েকজন রায়েবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ এলাকার খেলার মাঠে টিকটক করার চিন্তা-ভাবনা থেকে বিয়ের অনুষ্ঠানের কথা বলে নুরুলকে ডেকে নিয়ে হত্যার পরিকল্পনা করে।

এদিকে ঢাকার ঝিগাতলায় ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র সামিউল রহমান খান আলভী (২৫) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. রায়হান, হাবিবুর রহমান মুন্না, সমিত পাল ও কাউসার। ১৬ই মে ঝিগাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাসার সামনে কুপিয়ে খুন করা হয় আলভীকে।

ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান বলেন, ঘটনার দিন তিন বন্ধুসহ আলভী ধানমণ্ডি লেক পাড়ের একটি রেস্তরাঁয় অবস্থান করছিলেন। সে সময় গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন তাদের কৌশলে ঝিগাতলা বাসস্ট্যান্ডে নিয়ে যায়। এবং অন্যদের সঙ্গে নিয়ে তাদের ওপর হামলা চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক সেবনকে কেন্দ্র করে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status