খেলা
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের পুঁজি ২২৭
স্পোর্টস ডেস্ক
(৪ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১:০৯ অপরাহ্ন

নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে আগে ব্যাট করে ৪৭.৩ ওভারে বাংলাদেশ এ দলের পুঁজি সবগুলো উইকেট হারিয়ে ২২৭ রান। সিলেটে তৃতীয় আনঅফিশিয়াল ওয়ানডেতে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কিউইরা। ইনিংসের প্রথম চার ওভারেই দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ইয়াসির আলীর সঙ্গে ৩৭ রানের জুটি বেঁধে ব্যক্তিগত ৩১ রানে ফিরে যান সাইফ হাসান। পরের দশম ওভারেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন আফিফ হোসেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে রাখেন ইয়াসির আলি। চারে নামা ইয়াসির ৬৫ বলে দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলে আউট হন সপ্তম উইকেট হিসেবে। ৩৮তম ওভারে দলীয় ১৮০ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। শেষ উইকেটে এবাদত হোসেনের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন নাসুম আহমেদ। ৯৬ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলে আউট হন নাসুম। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আদিত্য অশোক। ২টি করে নেন বেন লিস্টার, জেইডেন লেনক্স ও ডিন ফক্সক্রফট।