ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

রোহিতের পর টেস্ট ছাড়তে চান বিরাটও, নারাজ বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

(৮ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ৩:১১ অপরাহ্ন

mzamin

ভারতীয় টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। রোহিতের পদাঙ্ক অনুসরণ করতে চাচ্ছেন দলের আরেক তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নিজের এই ইচ্ছার কথা ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা কোহলিকে তার সিদ্ধান্তটি আরেকবার ভেবে দেখতে অনুরোধ করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি একটি প্রতিবেদনে জানিয়েছে, ‘তিনি মনস্থির করে ফেলেছেন এবং বোর্ডকে জানিয়েছেন যে, তিনি টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছেন। বিসিসিআই তাকে বিষয়টি পুনর্বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে, কেননা সামনে রয়েছে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফর। তবে সেই অনুরোধের জবাব এখনও তিনি দেননি।’ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড যাওয়ার কথা রয়েছে ভারতে দলের। লিডসে প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০শে জুন। এই সফরের দল ঘোষণা করতে কিছুদিনের মধ্যেই বিসিসিআই নির্বাচকরা আলোচনায় বসবে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদমাধ্যমটি আরও জানায়, নভেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফর থেকেই সাদা পোশাকের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কোহলি। সেবার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ টেস্ট ম্যাচে ৯ ইনিংস ব্যাট করে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন ডানহাতি এই ব্যাটার। এর মধ্যে এক ইনিংসে হাঁকান সেঞ্চুরি। ব্যাটে রান না পাওয়ায় সেই সিরিজেই সমালোচনার মুখে পড়েন তিনি।

এর আগে গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন ভারতীয় টেস্ট দলের নিয়মিত অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা। এর তিনদিনের মাথায় কোহলিও ক্রিকেটের এই সংস্করণ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করলেন। এই দুই অভিজ্ঞ ক্রিকেটার গত বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর লাল বলের ছোট সংস্করণের ক্রিকেট থেকে একসঙ্গে অবসর নেন। ২০১১তে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ১২৩ টেস্ট ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী কোহলি। ৪৬.৮৫ গড়ে রান করেছেন ৯৩৩০, সেঞ্চুরি ৩০টি। সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রান-খরার পাশাপাশি শট সিলেকশন নিয়েও অনেক সমালোচিত হয়েছেন তিনি। ওই সিরিজে আউট হওয়া আটবারের মধ্যে সাতবারই সাজঘরে ফিরেছেন অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে। সহজভাবে বলতে গেলে, খোঁচা মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। সেবারের ব্যর্থতা নিয়ে কোহলি নিজেও পরে হতাশা প্রকাশ করেন। গত মার্চে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘চার বছর পর আরেকটি অস্ট্রেলিয়া সফরে আমি হয়তো না-ও থাকতে পারি।’  
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status