খেলা
ঢাকা আবাহনীর ড্র, রেলিগেশনে চট্টগ্রাম আবাহনী
স্পোর্টস রিপোর্টার
১১ মে ২০২৫, রবিবারআগের দিন টেবিলের টপার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দিয়েছিল
ফর্টিস এফসি। গতকাল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আবাহনীকে আটকে দিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ড্র হয়েছে গোল শূন্যতে। এ ড্র’য়ের ফলে ১৪ ম্যাচে ঢাকা আবাহনীর পয়েন্ট ২৮। ঢাকা মোহামেডানের পয়েন্ট ৩৫। পরের দুই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতবে মোহামেডান। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লীগে নজড় ছিলো বাংলাদেশ পুলিশ আবাহনী ম্যাচকে ঘীরেই। পুলিশকে হারিয়ে সুযোগ ছিল শিরোপা লড়াইয়ে মোহামেডানের ওপর চাপ বাড়ানোর, কিন্তু তা পারল না ছয় বারের চ্যাম্পিয়ন ক্লাবটি। পুলিশ এফসির বিপক্ষে পয়েন্ট হারিয়ে লড়াই আরও জমিয়ে তুলতে পারল না আকাশি-নীল জার্সিধারীরা। ময়মনসিংহের শহীদ রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে গোলশুন্য ড্র করেছে আবাহনী। লীগে দুই দলের প্রথম পর্বের দেখায় ২-০ ব্যবধানে জিতেছিল মারুফুল হকের দল। আবাহনীর ড্রয়ের হতাশা আরও বেড়েছে ম্যাচের শেষ দিকে পাপন সিং দ্বিতীয় হলুদ কার্ড দেখায়।
দিনের অন্য ম্যাচে, মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে চমক উপহার দিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ২৬তম মিনিটে ইরফান ফকিরেরপুলকে এগিয়ে নেওয়ার পর ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শান্ত হোসেন। শেষ দিকে হারের ব্যবধান কমান রাজন হাওলাদার। চতুর্দশ রাউন্ড শেষে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রহমতগঞ্জ। ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ফকিরেরপুল।