খেলা
‘শিরোপা নির্ধারণী’ মহাগুরুত্বপূর্ণ এল ক্লাসিকো আজ
স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৫, রবিবার
দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার চ্যাম্পিয়নস লীগের যাত্রা ইতিমধ্যে শেষ হয়েছে। দুই স্প্যানিশ জায়ান্টকে ইউরোপ থেকে ফিরতে হয়েছে খালি হাতে। কিছুদিন আগে কোপা দেল রে ফাইনালে রিয়ালের বিপক্ষে ৩-২ গোলে জিতে শিরোপা উল্লাসে মাতে কাতালানরা। এবার শিরোপার লড়াই স্প্যানিশ লা লিগায়। সে লক্ষ্যে আজ চলতি মৌসুমের ফিরতি এল ক্লাসিকোতে অল হোয়াইটদের আতিথেয়তা দেবে হান্সি ফ্লিকের শিষ্যরা। এই ম্যাচে স্বাগতিকরা জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে কাতালুনিয়ান ক্লাবটির। অন্যদিকে নিজেরা জয় তুলে নিতে পারলে বার্সার ঘাড়েই নিঃশ্বাস ফেলবে কার্লো আনচেলোত্তির ছেলেরা। লা লিগায় ৩৪ রাউন্ডের খেলা শেষ, হাতে ৪টি করে ম্যাচ। ২৫ জয়, ৪ ড্র আর ৫ হারে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। বিপরীতে ২৩ জয়, ৬ ড্র ও সমপরিমাণ হারে ৪ পয়েন্ট কমে দুইয়ে রিয়াল। চলতি মৌসুমে এর আগে তিনবার একে অপরের মুখোমুখি হয়ে হারের বৃত্তে ঘুরপাক খেয়েছে ভিনিসিয়ুস-বেলিংহ্যামরা। চলতি মৌসুমে লীগের প্রথম দেখায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে বিধ্বস্ত হয় অল হোয়াইটরা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও ৫-২ গোলে জয় তুলে নেয় কাতালানরা। মৌসুমের সবশেষ দেখায় গত মাসে কোপা দেল রে ফাইনালে শেষ মুহূর্তের গোলে ৩-২ গোলে জেতে ফ্লিকের ছেলেরা। আজ বার্সার মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল হেরে গেলে তাদের লীগ জয়ের আশা কার্যত শেষই হয়ে যাবে বলা চলে। তবে এতসবের মধ্যে একটি পরিসংখ্যান রয়েছে রিয়ালের পক্ষেই। বার্সেলোনার মাঠে শেষ পাঁচ ক্লাসিকোর মধ্যে চারবারই জিতেছে সফরকারীরা। আর ম্যাচের হিসাবটা বাড়িয়ে দশে নিলে তার পাঁচটিতেই জিতেছে রিয়াল, ড্র তিন ম্যাচে। চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে জয়ের অনেকটা কাছেই গিয়েও ফিরে আসতে হয় বার্সেলোনাকে। ইন্টার মিলানের বিপক্ষে প্রথম লেগে ঘরের মাঠে ৩-৩ গোলে ড্রয়ের পর সান সিরোতে গিয়ে ৪-৩ গোলে হারে সফরকারীরা। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালের টিকিট কাটে ইতালিয়ান জায়ান্টরা। সেই মানসিক ধাক্কা এ ম্যাচে বার্সার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতেই পারে। তবে ফুটবলের তথ্য-উপাত্তবিষয়ক ওয়েবসাইট হুস্কোরড ডট কমের তথ্য অনুযায়ী, লীগের শেষ ১৪ ম্যাচের মধ্যে
১৩টিতেই জিতেছে কাতালানরা। অন্যদিকে রিয়ালের বিপক্ষে শেষ ১০ বারের দেখায় প্রতি ম্যাচে গড়ে ২.৫ গোল করেছে কাতালুনিয়ান ক্লাবটি। লীগের দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখতে পারলে রিয়ালকে ঘরের মাঠে কোণঠাসা করে ফেলতে ফ্লিকের ছেলেদের অসুবিধা হওয়ার কথা না। অন্যদিকে নিজেদের শেষ ৮ ম্যাচের ৭টিতে জিতেছে লস ব্লাঙ্কোসরা। ইন্টারের বিপক্ষে শেষ ম্যাচে চোট কাটিয়ে ফিরেছেন বার্সার পোলিশ স্ট্রাইকার
রবার্ট লেভানদোভস্কি। সেই ম্যাচে বদলি হিসেবে নামলেও আজ শুরুর একাদশেই দেখা যেতে পারে এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে। তবে দলের ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে বাইরেই থাকবেন। কোপা দেল রে’র ফাইনালে অতিরিক্ত সময়ে তার গোলেই জয় নিশ্চিত হয় বার্সার। অন্যদিকে যেনো চোটের দোকান খুলে বসেছে রিয়াল। এ কারণে দলের বাইরে রয়েছে ফেরল্যান্ড মেন্ডি, দানি কার্ভাহাল, এডার মিলিতাও, ডেভিড আলাবা, এদুয়ার্দো কামাভিঙ্গা ও অ্যান্টনিও রুডিগারের মতো অভিজ্ঞ খেলোয়াড়েরা। আজ রাত সোয়া আটটায় মাঠে গড়াবে বহুল প্রতিক্ষিত এই ম্যাচ।