ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

আইপিএল আয়োজন করতে চায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

(৫ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ২:২৮ অপরাহ্ন

mzamin

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে নিরাপত্তার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। ভারত যদি না পারে তবে দেশটির এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজন করতে আগ্রহী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বৃটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, সহায়তার প্রস্তাব দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিবের সঙ্গে কথা বলেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড।

দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার চলমান এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ছে দুই দেশের ক্রিকেটেও। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই দিনে এর আগে স্থগিতের ঘোষণা আসে পাকিস্তান সুপার লীগও (পিএসএল)। ভারতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটির এখনও বাকি ১৬ ম্যাচ। এরই মধ্যে বিদেশি খেলোয়াড়েরা নিজ নিজ দেশে ফেরার প্রক্রিয়া শুরু করার কারণে অনিশ্চয়তার মধ্যে আছে আইপিএলের পুনরায় চালু হওয়া। এরই মধ্যে ভারত ছাড়তে শুরু করেছেন বিদেশিরা। ইসিবি বলছে, ইংল্যান্ডের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে আগামী সেপ্টেম্বরে। গার্ডিয়ানের প্রতিবেদনটিতে বলা হয়, এরই মধ্যে ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড তার সম পর্যায়ের বিসিসিআই কর্মকর্তাদের কাছে সহায়তার প্রস্তাবনা দিয়েছেন। পূর্বঘোষিত এক সপ্তাহ স্থগিত থাকার পর ভারত যদি আইপিএল পুনরায় শুরু করতে ব্যর্থ হয়, তবে তার বিকল্প হতে পারে ইংল্যান্ডে বাকি ম্যাচগুলো আয়োজন করা। ইসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এর সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে। তবে এই মুহূর্তে ইসিবি বা বিসিসিআইয়ের মধ্যে ইংল্যান্ডে আইপিএল আয়োজনে কোনো ‘সক্রিয় আলোচনা’ নেই বলেও জানিয়েছে সূত্রটি।

এর আগে চারবার পুরোপুরি বা আংশিকভাবে ভারতের বাইরেই অনুষ্ঠিত হয় আইপিএল আসর। ২০০৯-এ দেশটির সাধারণ নির্বাচনের কারণে সম্পূর্ণ টুর্নামেন্টই আয়োজিত হয় দক্ষিণ আফ্রিকার। ২০১৪তে একই কারণে আসরের প্রথম ২০ ম্যাচ মাঠে গড়ায় সংযুক্ত আরব আমিরাতে। ২০২০-এ করোনা মহামারীতে পুরো আইপিএলই সরিয়ে নেয়া হয় মধ্যপ্রাচ্যের দেশটিতে। পরের বছরও একই কারণে টুর্নামেন্টের দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হয় সেখানে। যদিও সেবারও ইসিবির পক্ষ থেকে একই প্রস্তাব দেয়া হয় বিসিসিআইকে। তবে ভারতীয়রা বেছে নেয় সংযুক্ত আরব আমিরাতকেই।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status