খেলা
আফগান নারীদের শরণার্থী দল গঠনের ‘যুগান্তকারী’ অনুমোদন ফিফার
স্পোর্টস ডেস্ক
(৮ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ৩:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৯ অপরাহ্ন

নারীদের ফুটবল ইতিহাসে অনন্য এক পদক্ষেপ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আফগানিস্তানের নারীদের নিয়ে শরণার্থী দল গঠনের অনুমোদন দিয়েছে সংস্থাটি। ফিফার অধীনেই দলটি অনুষ্ঠিত ম্যাচগুলোতে অংশগ্রহণ করবে। শুক্রবারের সভায় এই সিদ্ধান্তটি নেয়া হয়।
বিদেশে শরণার্থী হিসেবে থাকা আফগান নারী খেলোয়াড়দের নিয়ে তৈরি করা হবে এই দল।
প্রাথমিকভাবে এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম চলবে, যা কি না এই কর্মসূচির দীর্ঘমেয়াদী কার্যকারিতা নির্ধারণে ফিফাকে সহযোগিতা করবে। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই অনুমোদনকে ‘যুগান্তকারী’ মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘ফিফা প্রতিটি নারীকে ফুটবল খেলার সুযোগ তৈরি করে দিতে বদ্ধপরিকর।’ ফিফার নিয়মানুযায়ী, প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে হলে কোনো দলকে নিজ দেশের ফুটবল ফেডারশনের স্বীকৃতি নিতে হয়। কিন্তু আফগানিস্তান ফুটবল ফেডারেশন (এএফএফ) তাদের জাতীয় নারী দলকে স্বীকৃতি দেয়নি। বিপরীতে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার দেশজুড়ে নারীদের সব ধরণের খেলাধুলা বন্ধ করে দিয়েছে। সবশেষ ২০১৮-এর পর থেকে আফগানদের কোনো নারী দল কোনো আনুষ্ঠানিক ম্যাচেই অংশগ্রহণ করেনি। এমন পরিস্থিতিতে ফিফার এই নতুন উদ্যোগ দেশটির শরণার্থী ফুটবলারদের মাঝে সম্ভাবনার নতুন এক দুয়ার খুলে দিলো।
অন্যদিকে ২০২১-এ তালেবান ক্ষমতা দখলের পর থেক নিষিদ্ধ রয়েছে আফগান নারীদের ক্রিকেট খেলাও। ইতিমধ্যে দেশটির অধিকাংশ নারী ক্রিকেটারই ছেড়েছেন দেশ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। সেখানে তারা নিজেদের একটি ক্রিকেট দল গঠন করে গত জানুয়ারিতে মেলবোর্ন ক্রিকেট উদআউট বর্ডার্স দলের বিপক্ষে একটি ম্যাচও খেলে। আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)।