খেলা
আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১১:৩৬ পূর্বাহ্ন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবারই জানানো হয় যে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) বাকি আট ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। একই দিনে পরে আরেকটি বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টটি স্থগিতেরই ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত-পাকিস্তান মধ্যকার চলমান যুদ্ধের পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফের কবে খেলা মাঠে গড়াবে সে ব্যাপারে পরে জানানো হবে। শুক্রবারই এক সপ্তাহের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লীগও (আইপিএল) স্থগিতের সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারত থেকে ছোঁড়া ৭৮টি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে ও ভূমি থেকে ভূমিতে আঘাত হানার ক্ষেপণাস্ত্রও ছোঁড়া হয়েছে।’ বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতের এই বেপরোয়া আগ্রাসন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে, যারা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছেন। পিসিবি ও খেলোয়াড়েরা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।’ এর আগের দিন বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে ভারতের ড্রোন হামলার পর থেকে পিএসএলে বাড়তে থাকে নিরাপত্তা ঝুঁকি। তাই সেদিন প্রাথমিকভাবে পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচটি স্থগিত করা হয়। এই হামলার পরপরই নিরাপত্তা শঙ্কায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের নাহিদ রানা, রিশাদ হোসেনসহ পিএসএলে খেলতে যাওয়া প্রায় ৪০ ক্রিকেটার। সে সময়ে তারা দ্রুততম সময়ে পাকিস্তান ছাড়ার ইচ্ছা পোষণ করেন। আপাতত তাদের সুরক্ষা বিবেচনায় শুক্রবার রাতে আরব আমিরাতের একটি বিশেষ বিমানের ব্যবস্থা করে পিসিবি। প্রথমে ভাবা হয়েছিল, সেখানে বাকি ম্যাচগুলো খেলে নিজ নিজ দেশের ফিরবেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির বিদেশি ক্রিকেটাররা। তবে বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দুবাই থেকে নিজ নিজ দেশে ফিরে যাবেন তারা।
একই দিনে স্থগিতের ঘোষণা আসে আইপিএলও। নিজেদের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বিসিসিআই বলেছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল ২০২৫ তাৎক্ষণিকভাবে এক সপ্তাহের স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। যথাযথ কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে নতুন সূচি ও ভেন্যুর বিষয়ে পরে জানানো হবে।’