খেলা
২২শে মে জাতীয় স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে
স্পোর্টস রিপোর্টার
১০ মে ২০২৫, শনিবার
প্রায় ১৬০ কোটি টাকা ব্যয়ে নতুনভাবে সাজানো ঢাকা জাতীয় স্টেডিয়াম। প্রতি সন্ধ্যায়ই জ্বলে উঠে স্টেডিয়ামের ফ্লাডলাইট। চারটি টাওয়ারের পাশাপাশি কিছু বাল্ব বসানো হয়েছে গ্যালারির শেডের ক্যানোপিতে। ফ্লাডলাইটের আলো এবং সঠিক নিশানা পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে প্রতিদিন। বড় কোনো কাজ বাকি নেই। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ১০ই জুন এই স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে ৫ই জুন একটি ফিফা প্রীতি ম্যাচও হওয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে। যদিও তারা এখনো প্রতিপক্ষ ঠিক করতে পারেনি। প্রীতি ম্যাচ হোক বা না হোক, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত করার কাজ সেরে ফেলছে জাতীয় ক্রীড়া পরিষদ। সবকিছু ঠিক থাকলে আগামী ২২শে মে স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দিবে জাতীয় ক্রীড়া পরিষদ। বিষয়টি নিশ্চিত করে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আজমুল হক বলেন, ‘বাফুফে থেকে আমাদের চিঠি দেয়া হয়েছে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি যাতে ২২শে মে’র মধ্যেই যেন স্টেডিয়াম বুঝিয়ে দিতে পারি। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। শুনেছি, ৫ই জুন একটি ফেন্ডলি ম্যাচ হবে। সবকিছু মাথায় নিয়েই আমরা কাজ করছি। আমাদের শেষ বড় কাজ ছিল ফ্লাডলাইট স্থাপন। সেটা হয়ে গেছে। এখন আমরা প্রতিদিন ফ্লাডলাইট পরীক্ষা করছি। কয়েকদিনের মধ্যে একজন বিদেশি বিশেষজ্ঞ আসবেন।’ এই স্টেডিয়ামে ফুটবলের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২০ সালে। ওই বছর ১৩ ও ১৭ই নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন জামাল ভূঁইয়ারা। তার পর স্টেডিয়াম সংস্কার শুরু হলে এখান থেকে নির্বাসিত হয় ফুটবল। ১০ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার ফুটবল ফিরছে দেশের প্রধান এই ক্রীড়াভেন্যুতে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে (৫ই জুন ম্যাচ না হলে) হোম ম্যাচে অভিষেক হবে হামজা দেওয়ান চৌধুরীর। লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে কানাডা প্রবাসী সামিত সোমেরও। কানাডা জাতীয় দলের জার্সিতে দুটি ম্যাচ খেলা শামিত সোম বৃহস্পতিবার কানাডা থেকে ভিডিওবার্তায় দেশের জার্সিতে ম্যাচ খেলার জন্য জন্য মুখিয়ে থাকার কথা জানিয়েছেন।