বিশ্বজমিন
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যারের’ ওয়েবসাইট বন্ধ করলো মোদি প্রশাসন
মানবজমিন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪০ অপরাহ্ন

ভারতে অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল ‘দ্য ওয়্যারের’ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। শুক্রবার এক্সে এমন দাবি করে একটি পোস্ট দিয়েছে একাধিক ভাষায় প্রচারিত ওই সংবাদমাধ্যম। ওই পোস্টে বলা হয়েছে, ভারতের সংবিধানে গণমাধ্যমের যে স্বাধীনতা দেয়া হয়েছে তা লঙ্ঘন করে দ্য ওয়্যার ডটইন ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে সরকার। ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা বলছে, ২০০০ সালের টি আইটি আইনের অধীনে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে দ্য ওয়্যারের ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্য ওয়্যার কর্তৃপক্ষ বলেছে, আমরা এই সুস্পষ্ট সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদ জানাই, বিশেষ করে এমন এক সংকটময় সময়ে এটা করা হয়েছে, যখন যুক্তিনিষ্ঠ, সত্যনিষ্ঠ, ন্যায়সংগত ও যুক্তিসংগত কণ্ঠস্বর এবং সংবাদ ও তথ্যের নির্ভরযোগ্য উৎসগুলোই ভারতবাসীর সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে। এমন স্বেচ্ছাচারী এবং ব্যাখ্যাতীত পদক্ষেপকে চ্যালেঞ্জ জানাতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে তারা। পাঠকদের উদ্দেশে বলা হয়েছে, গত এক দশক ধরে আমরা আপনাদের সমর্থনে কাজ চালিয়ে যাচ্ছি। এমন পরিস্থিতিতে আপনারা পাশে থাকবেন বলে আশা করছি। সত্য ও নির্ভুল সংবাদ উপস্থাপন থেকে বিরত না থাকার অঙ্গীকার করেছে গণমাধ্যমটি।
পাঠকের মতামত
স্বৈরাচারের পৃষ্ঠপোষক কত ভালো হবে?