বিশ্বজমিন
ইসলামাবাদে পৌঁছেছেন সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৭:১২ অপরাহ্ন

ইসলামাবাদে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবদেল আল-জুবেইর। এবারের সফরে পাকিস্তানের উচ্চ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সৌদি রাষ্ট্রদূত এই অঞ্চলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানে পা রাখার আগে ভারত সফর করেন আবদেল আল-জুবেইর। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এমন এক সময়ে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দেশ দুটিতে সফর করছেন, যখন এদের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। প্রতিনিয়ত চলছে হামলা পাল্টা হামলা। তার এই সফর দুই প্রতিবেশীর মধ্যে শত্রুতা প্রশমনে রিয়াদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে।