বিশ্বজমিন
ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া নির্যাতিত ফিলিস্তিনির মৃত্যু
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ২:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২০ অপরাহ্ন

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া নির্যাতিত এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুতাসিম রাদ্দাদ (৪৩) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। এক বিবৃতিতে রাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিনি বন্দি বিষয়ক কমিশন ও ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
২০০৬ সালে রাদ্দাদকে গ্রেপ্তার করা হয়। হামাস ও ইসরাইলের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অধীনে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান তিনি। তবে এর মধ্যে তিনি নানা ধরনের শারীরিক নির্যাতনের শিকার হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুক্তি পাবার পর অন্য অসুস্থ ব্যক্তিদের সঙ্গে তাকেও চিকিৎসার জন্য মিশরে পাঠানো হয়। ইসরাইলি কারাগারে শেষ কয়েকমাস রাদ্দাদকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেয়া হয়। যাতে তিনি মারা যান। বন্দি থাকা অবস্থায় শেষের দিকে একটি শক্তিশালী বার্তা দেন রাদ্দাদ। বলেন, আমার মনে হচ্ছে আমি পরবর্তী শহীদ।
প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাবের তথ্য অনুযায়ী, রাদ্দাদ অন্ত্রের প্রদাহ , উচ্চরক্তচাপ ও হৃদন্ত্র সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। ফিলিস্তিনের মানবাধিকার গোষ্ঠীগুলো বরাবর ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানুুষিক নির্যাতনের অভিযোগ এনেছে। এর মধ্যে ইচ্ছাকৃতভাবে চিকিৎসায় অবহেলা করা, শারীরিক ও মানসিক নির্যাতন, জটিল ও দীর্ঘস্থায়ী অসুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা উল্লেখযোগ্য। ইসরাইলি কারাগারে প্রায় ৯ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দি আছেন। এর মধ্যে ৪০০ শিশু ও ২৯ নারীও আছেন। ৭ই অক্টোবর থেকে শুরু করে ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৫২ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পাঠকের মতামত
আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না!!! ইহুদিবাদী নাস্তিকরা চিরতরের জন্য পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিবে ইনশাল্লাহ!!!