বিশ্বজমিন
শেষ রাতের হামলায় ৩০০ থেকে ৪০০টি তুর্কি ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান: দাবি ভারতের
মানবজমিন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৮:৩৯ অপরাহ্ন

এবার পাকিস্তানের বিরুদ্ধে শতাধিক তুর্কি ড্রোন দিয়ে হামলার অভিযোগ করেছে ভারত। শুক্রবার সন্ধ্যায় কর্নেল সোফিয়া কুরেশি সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করার সময় বলেছেন, বৃহস্পতিবার শেষ রাতে ৩০০ থেকে ৪০০টি তুর্কি ড্রোন দিয়ে কাশ্মীরের অন্তত ৩২টি স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান। যার মধ্যে জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব এবং পাঠানকোটের বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, লাদাখের সিয়াচেন হিমবাহ বেস ক্যাম্প এবং গুজরাটের কচ্ছ এলাকায়ও পাকিস্তানি ড্রোন উড়তে দেখা গেছে। ওই দুটি ড্রোনের মধ্যে প্রায় ১৪০০ কিলোমিটার দূরত্ব ছিল বলে দাবি করা হচ্ছে। কর্নেল সোফিয়া বলেছেন, এসব ড্রোনের অন্তত ৫০টি গুলি করে ভূপাতিত করেছে ভারতীয় বাহিনী। সামরিক সূত্র জানিয়েছে, আসিগার্ড সোঙ্গর সিরিজের ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান। এসব ড্রোন দিয়ে দিন অথবা রাতের যেকোনো সময় হামলা করা সম্ভব। গত বুধবার পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। যা প্রতিহত করেছে পাকিস্তান। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাধিক স্থানে হামলার অভিযোগ করা হয়েছে। যদিও তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।