বিশ্বজমিন
পুতিনকে নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আসতে পারে
মানবজমিন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৪ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফলে তিনি মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা দেয়ার কথা বিবেচনা করছেন। হোয়াইট হাউসে মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, আমরা পুতিনের কাছ থেকে অনেক বাজে কথা শুনছি। তিনি সব সময় খুব ভদ্রভাবে কথা বলেন, কিন্তু সেটা আসলে অর্থহীন। ট্রাম্প আরও বলেন, পুতিন অনেক মানুষকে হত্যা করছেন- তার নিজের সেনাও, আবার ইউক্রেনের সেনাদেরকেও। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
সিনেটে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার একটি প্রস্তাবিত বিল নিয়ে তার অবস্থান জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি। তবে পুতিনকে নিয়ে নিজের হতাশা থেকে কী ধরনের পদক্ষেপ নিতে পারেন- তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তিনি বলেন, আমি এখনই কিছু বলব না। একটু চমক রাখা যাক না! এরপর তিনি গত মাসে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের পরিকল্পিত হামলার বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেন। ট্রাম্প এই মন্তব্য করার সময়ই বৃটিশ পার্লামেন্টে দেয়া এক ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, ইউরোপ কখনও ইউক্রেনকে পরিত্যাগ করবে না। তিনি বলেন, বৃটেন ও ফ্রান্স ইউক্রেনকে সমর্থনের জন্য ‘ইচ্ছুকদের একটি জোট’ গঠন করতে কাজ করবে। ম্যাক্রন বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করব, যুদ্ধবিরতির জন্য, শান্তিপূর্ণ আলোচনার জন্য, যাতে একটি টেকসই ও শক্তিশালী শান্তি প্রতিষ্ঠা করা যায়। কারণ ইউক্রেনেই আমাদের নিরাপত্তা ও আমাদের নীতিমূল্যবোধ আজ হুমকির মুখে।
মঙ্গলবার আরও এক বিবৃতিতে ট্রাম্প জানান, তার প্রশাসন ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠাবে, যা মূলত হবে প্রতিরক্ষামূলক অস্ত্র। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, অস্ত্রভাণ্ডার কমে আসায় ইউক্রেনে কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ পাঠানো স্থগিত রেখেছিল যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানায়, তারা মার্কিন অস্ত্রের ‘ক্ষমতা পুনর্মূল্যায়ন’ করছে।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী থাকা অবস্থায় ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত পুতিনের সঙ্গে একাধিক ফোনালাপ সত্ত্বেও সেই সহিংসতা থামাতে পারেননি।