ঢাকা, ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ পাইলট

মানবজমিন ডেস্ক

(৩ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৯:১১ অপরাহ্ন

mzamin

ভারতের রাজস্থানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, জাগুয়ার নামের যুদ্ধবিমানটি রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামের নিকট বিধ্বস্ত হয়। বিমানটি সুরাতগড় বিমানঘাঁটি থেকে আকাশে উড়াল দেয়। পরে স্থানীয় সময় দুপুর ১ টা ২৫ মিনিটে একটি কৃষিজমিতে তা বিধ্বস্ত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, এই বিমান দুর্ঘটনায় বেসামরিক সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে পাইলট নিহতের ঘটনায় গভীর শোক জানিয়ে নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির বিমান বাহিনী। ভারতে এ নিয়ে চলতি বছরে তিনটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো। এর আগে ৭ মার্চ পঞ্চকুলা, হরিয়ানা এবং ২ এপ্রিল গুজরাটের জামনগরের কাছে জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুই ইঞ্জিনের জাগুয়ার যুদ্ধবিমান এক ও দুই আসন বিশিষ্ট। যা ১৯৭০ সালের দিকে প্রথম ভারতীয় বিমান বাহিনীতে সংযুক্ত করা হয়।

এদিকে জুনে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের সম্পূর্ণ প্রতিবেদন আগামী শুক্রবার প্রকাশ হতে পারে বলে জানানো হয়েছে। লন্ডনগামী বোয়িং বিএ.এন ৭৮৭ ড্রিমলাইনার ৬৫০ ফুট উচ্চতায় ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এতে ২৪২ জনের মধ্যে ২৪১ জনই মারা যান। এখনও ওই দুর্ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হয়নি। যা আগামী শুক্রবার প্রকাশিত হতে পারে। তবে রিপোর্টে তথ্যের পরিমাণ কেমন হবে তা স্পষ্ট নয়। সূত্র বলছে, দুর্ঘটনার এক মাস পার হয়ে গেছে। এখন কি পরিমাণ তথ্য রিপোর্টে উঠে আসবে তা স্পষ্ট নয়। উল্লেখ্য, আন্তর্জাতিক আইনের অধীনে ওই দুর্ঘটনার তদন্ত করছে ভারতের বিমান দুর্ঘটনা তদন্তকারী ব্যুরো। তবে এ বিষয়ে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

১০

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status