ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

জারদারিকে সরিয়ে দেয়ার আলোচনা, দল বলছে গুজব

মানবজমিন ডেস্ক

(৬ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ১২:৫৫ অপরাহ্ন

mzamin

আসিফ আলি জারদারিকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে। এই খবর পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়েছে। মুখে মুখে উড়ছে এই আলোচনা। তবে একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সেক্রেটারি জেনারেল নায়ার হুসেইন বুখারী। তিনি বলেছেন, প্রেসিডেন্ট জারদারিকে পদ থেকে সরিয়ে দেয়ার গুজব পুরোপুরি ভিত্তিহীন। পক্ষান্তরে জোর দিয়ে বলেছেন, পিপিপির সমর্থন ছাড়া সরকার কার্যকরভাবে চলতে পারবে না। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। নায়ার হুসেইন বুখারীর এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন দেশব্যাপী জারদারির অপসারণ এবং নতুন একটি সাংবিধানিক সংশোধনী আসার সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়াচ্ছে। 

বুখারী বলেন, যারা এসব গুজব ছড়াচ্ছে তারা সংবিধান ও আইনের কোনো জ্ঞান রাখেন না। এছাড়া তিনি আরও নিশ্চিত করেন যে, পিপিপি ফেডারেল মন্ত্রিসভায় যোগ দেবে না। গুজবের সূত্রপাত হয়, যখন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএল-এন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায়ের পর নির্বাচন কমিশনের মাধ্যমে সংরক্ষিত আসন পুনঃবরাদ্দের ফলে জাতীয় সংসদে সরল সংখ্যাগরিষ্ঠতা পায়। এর মাধ্যমে সরকারদলীয় জোটের সদস্য সংখ্যা ২১৮ থেকে বেড়ে ২৩৫ হয় এবং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাও নিশ্চিত হয়। ফলে গুজব ছড়ায় যে, সরকার প্রেসিডেন্ট জারদারিকে সরিয়ে দিতে সাংবিধানিক পরিবর্তনের পথে হাঁটতে পারে। পিপিপির বুখারীর মতোই পিএমএল-এনের সিনেটর ইরফান সিদ্দিকী এক বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্টকে সরিয়ে দেয়ার কোনো প্রস্তাবই আলোচনায় নেই। তিনি আরও বলেন, জারদারি তার সাংবিধানিক দায়িত্ব সুচারুভাবে পালন করছেন। মিডিয়ার একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল বার্তা দিচ্ছে। সিনেটর সিদ্দিকী আরও বলেন, পিপিপি এবং পিএমএল-এন একসঙ্গে সরকারে আছে। কিন্তু এর মানে এই নয় যে, প্রতিটি বিষয়ে তারা একমত। 

এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভী প্রেসিডেন্ট জারদারিকে সরিয়ে দেয়ার খবরকে সম্পূর্ণ ‘সোশ্যাল মিডিয়া গুজব’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, কিছু মানুষ অস্বস্তিতে আছে। কারণ এই প্রথমবার রাজনীতিবিদ, সরকার এবং সামরিক বাহিনী এক অবস্থানে রয়েছে। সেইসব মানুষ বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছে। এই মন্তব্য তিনি সিন্ধুর রোহরি শহরে আশুরার আগের দিন দেন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

১০

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status