ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিয়েল টাওয়ার

মানবজমিন ডেস্ক

(৫ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ১:২১ অপরাহ্ন

mzamin

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল এ বছর শেষ নাগাদ দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। রেকর্ডভাঙা এই ভবনটি শুধু উচ্চতায় নয়, নানা সুবিধা ও বিলাসবহুল, নজরকাড়া। ৩৬৫ মিটার উচ্চতার এই ‘সিয়েল টাওয়ার’ হোটেলটি ৮২তলা জুড়ে বিস্তৃত। সেখানে থাকবে ১০০০ টিরও বেশি রুম। এর মধ্যে প্রায় ১৫০টি হবে বিলাসবহুল স্যুট। হোটেলের ৭৬তম তলায় নির্মিত হচ্ছে ‘বিশ্বের সর্বোচ্চ ইনফিনিটি পুল’। সেখান থেকে অতিথিরা আকাশছোঁয়া দুবাইয়ের দৃশ্য উপভোগ করতে পারবেন পানির মধ্যে অবস্থান করেই। ৮১তম তলায় থাকছে ৩৬০ ডিগ্রি ভিউয়ের একটি গ্লাস অবজারভেশন ডেক। সেখান থেকে দেখা যাবে বুর্জ খলিফা, পাম জুমেইরাহ, দুবাই মেরিনা ও আরব উপসাগরের অতুলনীয় সৌন্দর্য। হোটেলে থাকবে একাধিক স্কাই লাউঞ্জ, একটি অত্যাধুনিক জিম, শিশুদের জন্য নির্ধারিত একটি পুল এবং ১৬ তলায় থাকবে ‘নেস্ট এক্সিকিউটিভ লাউঞ্জ’।  সেখানে নিরিবিলি পরিবেশে শহরের স্কাইলাইন উপভোগ করা যাবে।

হোটেল জুড়ে থাকছে ১০টি বার ও রেস্টুরেন্ট। সেখানে বিশ্বমানের খাবার ও পানীয়ের স্বাদ নেয়া যাবে। প্রতিটি রুমেই থাকবে মেঝে থেকে ছাদ পর্যন্ত কাচের জানালা। তা দিয়ে দুবাইয়ের প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে পারবেন অতিথিরা। সিয়েল টাওয়ার অবস্থিত দুবাই মেরিনায়, যা সমুদ্রতীরবর্তী রেস্টুরেন্ট, সৈকত এবং বিলাসবহুল ইয়টের জন্য জনপ্রিয়। মেরিনা এলাকাটি জলক্রীড়া এবং নাইটলাইফের জন্যও আকর্ষণীয়। 

এই প্রকল্পটি নির্মাণ করছে দ্য ফার্স্ট গ্রুপ। তারা এই প্রকল্পকে তাদের সবচেয়ে বড় ও বিলাসবহুল প্রকল্প বলছে। নকশাটি করেছে লন্ডনভিত্তিক নর গ্রুপ এবং এটি অন্তর্ভুক্ত হবে আইএইচজি হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রিমিয়াম বিগনেটে কালেকশনে। তাদের ভাষায়, সিয়েল কেবল একটি স্থাপত্য কীর্তি নয়, বরং এটি একটি গ্লোবাল আইকন। এই হোটেল বিলাস, স্থাপত্যশৈলী এবং অভিজ্ঞতা- সবকিছুর এক অনন্য সমন্বয়।

সম্প্রতি ট্রিপঅ্যাডভাইজারের ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডস অনুযায়ী, দুবাইকে বিশ্বের তৃতীয় সর্বাধিক জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে ঘোষণা করা হয়েছে। ট্রিপঅ্যাডভাইজার বলেছে, দুবাই এমন একটি গন্তব্য যেখানে আধুনিকতা আর ইতিহাস, অ্যাডভেঞ্চার আর বিশ্বমানের কেনাকাটা একত্রে মিশে আছে। আপনি যদি বিলাস, আধুনিকতা ও রোমাঞ্চের সংমিশ্রণে ছুটি কাটাতে চান, তাহলে সিয়েল টাওয়ার হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

১০

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status