বিশ্বজমিন
করাচির ফ্ল্যাট থেকে অভিনেত্রী হুমায়রার মৃতদেহ উদ্ধার
মানবজমিন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৬ অপরাহ্ন

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগর আলি। তার মৃতদেহ করাচির ডিফেন্স ফেজ-৬ এলাকার ইত্তেহাদ কমার্শিয়াল অঞ্চলের একটি ফ্ল্যাট থেকে মঙ্গলবার বিকেলে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আদালতের নির্দেশে ফ্ল্যাট খালি করতে তারা বেলা ৩ টা ১৫ মিনিটে সেখানে উপস্থিত হয়। বার বার কড়া নাড়লেও ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্লোরে পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্র জানিয়েছে, হুমায়রা ওই ফ্ল্যাটে সাত বছর ধরে একাই বসবাস করছিলেন। ফ্ল্যাটের মালিক ভাড়া বাকি নিয়ে আদালতে মামলা করেছিলেন এবং সেই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে পুলিশ ফ্ল্যাট খালি করতে গিয়েছিল। ফ্ল্যাট থেকে ফরেনসিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ জানান, দেহটি সম্পূর্ণ পচে গিয়েছে। সম্ভবত ১৫ থেকে ২০ দিন আগে তার মৃত্যু হয়েছে। এক প্রতিবেশী জিও নিউজকে জানান, হুমায়রার ফ্ল্যাটের মালিক বলেছিলেন যে, ভাড়ার টাকা হুমায়রা অনেক দিন ধরে দেরিতে দিচ্ছিলেন। তিনি আরও বলেন, হুমায়রা বাড়ির অন্য কারও সঙ্গে বেশি মিশতেন না এবং তার নিজস্ব কোনো গাড়িও ছিল না।
হুমায়রা আসগর আলি পাকিস্তানি একটি জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা ঘর’-এ অংশগ্রহণ করে পরিচিতি পান। এছাড়া তিনি সিনেমা ‘জালাইবি’-তেও অভিনয় করেন। এই ঘটনার মাত্র তিন সপ্তাহ আগে আরেক বিখ্যাত অভিনেত্রী, ৮৪ বছর বয়সী আয়েশা খানকে করাচির গুলশান-ই-ইকবাল এলাকার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশীদের খবরে বিষয়টি প্রকাশ পায়। হুমায়রার মৃত্যুর ঘটনায় শোবিজ অঙ্গনে আবারও এক শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্ট ও পুলিশি তদন্তের অপেক্ষা করা হচ্ছে।