বিশ্বজমিন
লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুথিদের কথিত হামলার বিষয়ে যা জানা গেল
মানবজমিন ডেস্ক
(৪ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৮:১৮ অপরাহ্ন

লোহিত সাগরে হুথিদের কথিত হামলার শিকার কার্গো জাহাজের পাঁচ ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দাবি করা হচ্ছে লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বাহিনী। তবে কথিত এই হামলার দাবি অস্বীকার করেছে তারা। বৃটেনের সমুদ্রপথ পর্যবেক্ষণকারী সংস্থা ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) দাবি করছে, ওই হামলায় তিন নাবিক নিহত ও দুই ক্রু আহত হয়েছেন। বুধবার সংস্থাটি জানায়, এ সপ্তাহের সোমবার গ্রিক মালিকানাধীন ইটারনিটি সি নামের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালায় হুথিরা। এরপর থেকেই সেখানে উদ্ধার অভিযান শুরু হয়। ওই হামলায় জাহাজটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বৃটেন-ভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটি ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহের কাছে ডুবে গেছে। ডুবে যাওয়ার স্থানটি হুথিরা নিয়ন্ত্রণ করে। এদিকে হুথিরা দাবি করেছে ইসরাইলগামী জাহাজে হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ওই হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য হলো গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য চাপ তৈরি করা। অন্যদিকে যে জাহাজটি ডুবে গিয়েছে বলে দাবি করা হচ্ছে সেটির দায় অস্বীকার করেছে হুথিরা।
সূত্র: আল জাজিরা