বিশ্বজমিন
ইরান-সৌদি আরব বৈঠক ফলপ্রসূ
মানবজমিন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ১০:১৫ পূর্বাহ্ন

ইসরাইল-ইরান যুদ্ধের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে জেদ্দায় বৈঠক করেছেন। এই বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার জেদ্দায় ক্রাউন প্রিন্স ও অন্য সৌদি কর্মকর্তাদের সঙ্গে আরাঘচির আলোচনা সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানান, আলোচনা ছিল গঠনমূলক ও ফলপ্রসূ। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ১২ দিনের টানা যুদ্ধের পর এই সফরটি ইঙ্গিত দেয়, ওই সংঘাত তেহরান-রিয়াদ পুনর্মিলনের প্রক্রিয়াকে থামাতে পারেনি। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানায়, আরাঘচি ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ ‘দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি ও তা মোকাবিলায় চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন’।
এসপিএ আরও জানায়, ক্রাউন প্রিন্স আশা প্রকাশ করেছেন যুদ্ধবিরতি চুক্তি অঞ্চলজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা সৃষ্টির উপযুক্ত পরিবেশ গড়ে তুলবে এবং মতপার্থক্য নিরসনে কূটনৈতিক সংলাপের পথকেই সৌদি আরব সঠিক পথ হিসেবে দেখে। সৌদি আরবকে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানানোর জন্য ধন্যবাদ জানান আরাঘচি। এই সফরে তিনি সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ এবং পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও সাক্ষাৎ করেন।