বিশ্বজমিন
প্রায় ৭৭ লাখ রুপি প্রতারণা
আলিয়া ভাটের সাবেক সহকারী গ্রেপ্তার
মানবজমিন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৪ অপরাহ্ন

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত তহবিল থেকে ৭৬ লাখ ৯০ হাজার রুপি জালিয়াতি করেছেন তার সাবেক সহকারী বেদিকা প্রকাশ শেঠি। এই অভিযোগে বেদিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। অভিযোগে বলা হয়, আলিয়ার প্রোডাকশন হাউস ইটারনাল সানশাইন প্রোডাকশন্স প্রাইভেট লিমিটেড এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মোট ৭৬ লাখ ৯০ হাজার রুপি জালিয়াতি করেছেন বেদিকা। পুলিশ জানিয়েছে, এই প্রতারণা ঘটে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে। বিষয়টি সামনে আসে তখন, যখন আলিয়ার মা সোনি রাজদান এ বছরের ২৩ জানুয়ারি মুম্বইয়ের জুহু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরই বিশ্বাসভঙ্গ ও প্রতারণা-সংক্রান্ত ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়া ভাটের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন বেদিকা শেঠি। এই সময়ে তিনি অভিনেত্রীর আর্থিক কাগজপত্র, অর্থপ্রদান এবং সময়সূচি পরিচালনার দায়িত্বে ছিলেন। তদন্তে উঠে এসেছে, তিনি নকল বিল তৈরি করে সেগুলো আলিয়া ভাটের কাছে সই করিয়ে নিতেন। তারপর সেই টাকা নিজের এক বন্ধুর অ্যাকাউন্টে স্থানান্তর করতেন, যেখান থেকে পরবর্তীতে টাকা আবার তার (বেদিকার) কাছে ফিরে আসত। তিনি দাবি করতেন আলিয়ার ভ্রমণ, মিটিং ও অন্যান্য কাজের জন্য এই খরচগুলো হয়েছে। তবে তদন্তে দেখা গেছে, তিনি প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার করে এই নকল বিলগুলোকে একেবারে আসল মনে করিয়ে তুলতেন।
সোনি রাজদান অভিযোগ দায়ের করার পর থেকেই বেদিকা শেঠি পালিয়ে বেড়াচ্ছিলেন। পুলিশ জানায়, তিনি প্রথমে রাজস্থানে, পরে কর্ণাটক, পুনে, এবং অবশেষে বেঙ্গালুরুতে আশ্রয় নেন। শেষপর্যন্ত জুহু থানার পুলিশ বেঙ্গালুরুতে তার সন্ধান পায় এবং তাকে গ্রেপ্তার করে। তাকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নেয়া হয়েছে এবং আদালতে পেশ করা হয়েছে। এ ঘটনায় বলিউড জগতে চাঞ্চল্য ছড়িয়েছে, বিশেষ করে একজন বিশ্বস্ত সহকর্মীর কাছ থেকে এত বড় অঙ্কের প্রতারণা আলিয়ার মতো প্রতিষ্ঠিত তারকার জন্যও কতটা বিপজ্জনক হতে পারে, সেটি স্পষ্ট হয়েছে।