বিশ্বজমিন
পাকিস্তানের প্রতি এরদোগানের সহমর্মিতা, উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে
মানবজমিন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৩ অপরাহ্ন

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। তিনি পাকিস্তানের জনগণ ও সরকারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। বলেছেন, উত্তেজনা বন্ধে সব প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক। তবে সতর্ক করেছেন। বলেছেন, ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা-পাল্টা হামলার পর এই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের যেসব ভাই জীবন হারিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করি। পাকিস্তানের বন্ধুপ্রতীম জনগণ ও সরকারের প্রতি সহমর্মিতা জানাই। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
এতে আরও বলা হয়, বুধবার সকালে, রাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। একে নগ্ন যুদ্ধ বলে অভিহিত করেছে ইসলামাবাদ। পাকিস্তান আরও বলেছে, মসজিদ থেকে শুরু করে পানিবিদ্যুৎ বিষয়ক প্রকল্পগুলোকে টার্গেট করছে ভারত। অনেক বেসামরিক মানুষ মারা গেছেন। এর জবাবে ভারতের বিমান বাহিনীর ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বেশ কিছু ড্রোন ভূপাতিত করেছে। একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করেছে। নিয়ন্ত্রণ রেখায় বেশ কিছু চেকপোস্ট ধ্বংস করেছে।
এর প্রেক্ষিতে এরদোগান পাকিস্তানে বিপুল পরিমাণ বেসামরিক মানুষ শহীদ হওয়ায় ভারতীয় হামলার নিন্দা জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পরিস্থিতি নিয়ে তিনি ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন। পেহেলগামে হামলার বিষয়ে পাকিস্তান যে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিয়েছে তিনি তার প্রশংসা করেন। বলেন, এটা এক মূল্যবান পদক্ষেপ। তিনি আরও বলেন, এই উত্তেজনায় কেউ কেউ আগুনে ঘি ঢালছেন। তা সত্তে¡ও উত্তেজনা কমিয়ে আনতে সব কিছু করছে তুরস্ক। পরিস্থিতি ‘পয়েন্ট অব নো রিটার্নে’ পৌঁছার পূর্ব পর্যন্ত আলোচনার চ্যানেল উন্মুক্ত।
উল্লেখ্য, পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতারা ভারতের দুঃসাহসিক অভিযানের বিরুদ্ধে সুনির্দিষ্ট জবাব দেয়ার হুশিয়ারি দেন। তারা বলেন, এমন জবাব দেয়া হবে যা পৃথিবীজুড়ে প্রতিধ্বনি তোলে। এর জন্য কোনো ঘোষণা দেয়া হবে না। এমন সতর্কতার পর এরদোগান ওই মন্তব্য করেন।