বিশ্বজমিন
ভারত-পাকিস্তান যুদ্ধ আমাদের বিষয় নয়: যুক্তরাষ্ট্র
মানবজমিন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৮ অপরাহ্ন

ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ফক্স নিউজের ‘দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে কোনো সংঘাত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন নয় এবং সেখানের কোনো যুদ্ধ ‘আমাদের বিষয় নয়’।
ভান্স বলেন, আমরা চাই বিষয়টি যত দ্রুত সম্ভব শান্ত হোক। তবে দেশগুলোর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি আরও বলেন, আমরা শুধু তাদের উত্তেজনা কমাতে উৎসাহ দিতে পারি, কিন্তু এমন একটি যুদ্ধে জড়াতে পারি না, যা মূলত আমাদের বিষয় নয় এবং যেটি নিয়ন্ত্রণ করার মতো অবস্থানে আমরা নেই।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র বর্তমানে বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে রাশিয়া-ইউক্রেন এবং হামাস-ইসরাইল যুদ্ধ নিয়ে ব্যস্ত সময় পার করছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার এ অঞ্চলে উত্তেজনা শুরু হলেও, বিশ্লেষক ও সাবেক কিছু মার্কিন কর্মকর্তা মনে করছেন, প্রাথমিক পর্যায়ে ভারত ও পাকিস্তানকে নিজেদের মতো করে পরিস্থিতি মোকাবিলা করতে দিতে পারে ওয়াশিংটন। এতে মার্কিন পক্ষ থেকে সরাসরি কোনো চাপ আসার সম্ভাবনা কম।
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা সাম্প্রতিক বছরগুলোতে আরও বেড়েছে, বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় নয়াদিল্লিকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন। অপরদিকে, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর পাকিস্তানের ভূরাজনৈতিক গুরুত্ব কিছুটা কমলেও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্রতা এখনও বহাল রয়েছে।
এদিকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দ্রুতই বাড়ছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ এনেছে। বৃহস্পতিবার সংঘর্ষের দ্বিতীয় দিনে ইসলামাবাদের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, পাল্টা প্রতিক্রিয়া এখন ধারাবাহিক হয়ে উঠছে। দুই দিনের এই সংঘর্ষে প্রায় চার ডজন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পাঠকের মতামত
ইসরাইলেরটা?