অনলাইন
ইমরান-বিলাওয়ালের এক্স হ্যান্ডেল ব্লক করলো ভারত
মানবজমিন ডিজিটাল
(৫ ঘন্টা আগে) ৪ মে ২০২৫, রবিবার, ৬:৪৫ অপরাহ্ন

শুধু কূটনৈতিকভাবেই নয় পেহেলগাম কাণ্ডের পর সোশাল মিডিয়াতেও পাকিস্তানকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার পাকিস্তানের জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স হ্যান্ডেল ‘ব্লক’ করে দিল নরেন্দ্র মোদি সরকার। রবিবার সকাল থেকে ইমরান ও বিলাওয়ালের এক্স হ্যান্ডেল আর দেখা যাচ্ছে না ভারত থেকে। মনে করা হচ্ছে, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নির্দেশেই দুটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এই সপ্তাহের শুরুতে, সন্ত্রাসী হামলার পর, কেন্দ্রীয় সরকার ভারতে বেশ কয়েকজন পাকিস্তানি অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে। যার মধ্যে হানিয়া আমির, মাহিরা খান এবং আলী জাফরও রয়েছেন।
এই সপ্তাহের শুরুতে, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক, সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু এবং ভুল তথ্য ছড়ানোর জন্য ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি পাকিস্তানি মিডিয়া হাউসও রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ইউটিউব চ্যানেলটিও ব্লক করা হয়েছে। গত ২২ এপ্রিল পেহেলগামের কাছে একটি উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হন। এর পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি শাস্তিমূলক ব্যবস্থা নেয়। যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, ভারতীয় বন্দর থেকে পাকিস্তানি জাহাজ নিষিদ্ধ করা এবং কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা। ভারত এই হামলার অপরাধীদের খুঁজে বের করার অঙ্গীকার করেছে। পাকিস্তান দাবি করেছে ভারতের পক্ষ থেকে হামলা আসন্ন। দেশটি পেহেলগাম হামলার সঙ্গে কোনোরকম সম্পৃক্ততার কথা অস্বীকার করে "স্বাধীন" তদন্তের আহ্বান জানিয়েছে। নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো বলেছিলেন যে ভারত যদি সিন্ধু নদীর পানি বন্ধ করে দেয় ,তবে রক্ত বইবে। বিলাওয়ালের মতে, 'ভারত স্বীকার করেছে যে সিন্ধু পাকিস্তানের। আমি সুক্কুরে সিন্ধু নদীর ধারে দাঁড়িয়ে ভারতকে বলতে চাই যে সিন্ধু আমাদের এবং সিন্ধু আমাদেরই থাকবে। এই সিন্ধুতে হয় পানি প্রবাহিত হবে নতুবা তাদের (ভারত) রক্ত।
'ইমরান খান পেহেলগাম সন্ত্রাসী হামলাকে "দুঃখজনক" বলে বর্ণনা করেছেন। তবে ভারতকে দায়িত্বশীলভাবে পদক্ষেপ করার জন্য সতর্ক করেছেন। তিনি বলেছেন- "শান্তি আমাদের অগ্রাধিকার, কিন্তু একে দুর্বলতা ভেবে ভুল করা উচিত নয়। ভারতের যেকোনো দুঃসাহসিক কাজের উপযুক্ত জবাব দেওয়ার জন্য পাকিস্তানের সমস্ত ক্ষমতা রয়েছে। যেমনটি আমার সরকার, সমগ্র জাতির সমর্থনে, ২০১৯ সালে করেছিল। আমি সর্বদা জাতিসংঘের প্রস্তাবনা অনুসারে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের গুরুত্বের উপর জোর দিয়েছি।' ইমরান খান, একাধিক মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন।
সূত্র : হিন্দুস্থান টাইমস