অনলাইন
ইসরাইলি বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা, এয়ার ইন্ডিয়ার বিমানকে ঘুরিয়ে দেওয়া হল আবু ধাবিতে
মানবজমিন ডিজিটাল
(৩ ঘন্টা আগে) ৪ মে ২০২৫, রবিবার, ৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৪১ অপরাহ্ন
রবিবার ইসরাইলের প্রধান আন্তর্জাতিক প্রবেশপথ বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলার পর দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে আবুধাবিতে ঘুরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। কর্মকর্তারা আরও জানান, ক্ষেপণাস্ত্র হামলার পর এয়ার ইন্ডিয়া তার গ্রাহক এবং কর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য ৬ মে পর্যন্ত তাৎক্ষণিকভাবে সমস্ত কার্যক্রম স্থগিত করেছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিওন বিমানবন্দরের কাছে ইসরাইলে আঘাত হানে, যার ফলে আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং টার্মিনালে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে - 'আজ সকালে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার পর ৪ মে ২০২৫ তারিখে দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI139 কে আবুধাবিতে ঘুরিয়ে দেয়া হয়। ফ্লাইটটি আবুধাবিতে স্বাভাবিকভাবে অবতরণ করেছে এবং শীঘ্রই তা দিল্লিতে ফিরে আসবে। ফলস্বরূপ, আমাদের গ্রাহক এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তেল আবিব থেকে আমাদের বিমান চলাচল তাৎক্ষণিকভাবে ৬ মে ২০২৫ পর্যন্ত স্থগিত থাকবে।' ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24.com থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে বিমানটি জর্ডানের আকাশসীমায় থাকাকালীনই তার গতিপথ ঘুরিয়ে দেয়া হয়েছিল। ক্ষেপণাস্ত্র হামলার পর, রবিবার নির্ধারিত তেল আবিব থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফিরতি ফ্লাইট বাতিল করা হয়েছে।
জরুরি পরিষেবার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলায় চারজন আহত হয়েছেন। হামলার পর তেল আবিবের বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের মতে, ইসরাইলি পুলিশ বাহিনীর সিনিয়র কমান্ডার ইয়ার হেটজরোনি ক্ষেপণাস্ত্রের আঘাতে সৃষ্ট একটি গর্ত দেখান সাংবাদিকদের। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে টার্মিনাল ৩ এর পার্কিং লটের কাছে একটি রাস্তার পাশে সেই গর্তটি দেখা গেছে। হেটজরোনি বলেন, কোনও উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। হামলার পর এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, "যে কেউ আমাদের ক্ষতি করবে, তার সাতগুণ ক্ষতি করা হবে।" স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু রবিবার নিরাপত্তা মন্ত্রী এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
সূত্র : ইন্ডিয়া টুডে