ঢাকা, ৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

সাংবাদিক মোজাম্মেল বাবুকে জামিন দিতে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার

(৪ ঘন্টা আগে) ৪ মে ২০২৫, রবিবার, ৮:৪০ অপরাহ্ন

mzamin

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গত ২৭ এপ্রিল হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।  আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।

মোজাম্মেল বাবুা আইনজীবী নাজমুস সাবিক তুষ্টি বলেন, জুলাই আন্দোলনের ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যার মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুর জামিনে চেয়ে আবেদন করেছিলাম। সেই আবেদনের শুনানি শেষে আদালত জামিন প্রশ্নে চার সপ্তাহের জন্য রুল জারি করেছেন।

প্রসঙ্গত, ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গত ১৬ সেপ্টেম্বর সকালে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করেন এলাকাবাসী। পরে তাদের পুলিশে দেওয়া হয়। একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সম্পাদকদের একটি সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি ছিলেন।

পাঠকের মতামত

ei beta pure RAW agent

rony
৪ মে ২০২৫, রবিবার, ৯:৪৬ অপরাহ্ন

আপাদমস্তক একটা দালাল। তিনি যে ধরণের কথা বার্তা বলেছেন শেখ হাসিনা তুষ্ট করতে তা গোপাল ভার কেও ছাড়িয়ে গেছেন। এরা সমাজের জন্য নর্দমার কীট। ইন্ডিয়ার দালালিটা কোথায় গিয়া পৌঁছেছিল যে জয় হিন্দ স্লোগান দেয়ার জন্য উপদেশ দিতেন। এরা দেশদ্রোহী। বিচার না হওয়া পর্যন্ত জেলে থাকাই উত্তম।

Shahabuddin Ahmed
৪ মে ২০২৫, রবিবার, ৯:১০ অপরাহ্ন

মোজাম্মেল বাবু আবার সাংবাদিক হলো কবে? তার নামের আগে সাংবাদিক লেখাতে, সত্য সাংবাদিকতাকে অপমানিত করা হয়েছে বলে মনে করছি।

সোহাগ
৪ মে ২০২৫, রবিবার, ৯:০৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status