অনলাইন
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
(৪ ঘন্টা আগে) ৪ মে ২০২৫, রবিবার, ৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১২ অপরাহ্ন

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যায় ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ।
তিনি পোস্টে উল্লেখ করেন, ‘গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।’ একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’
এ বিষয়ে রাত সাড়ে সাতটার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানান, কোথায় ঘটনা ঘটেছে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা চান্দনা চৌরাস্তা এলাকায় খুঁজে দেখছি। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, হাসনাত আব্দুল্লাহ এখন নগরের গাছা থানা এলাকার আইইউটির সামনে রয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) এ এম নাসির উদ্দিন জানান, এমন খবর পেয়ে তিনিও সেখানে যাচ্ছেন।

পাঠকের মতামত
এগুলি পাবলিক sypmpathy নেয়ার কৌসল |এখন কোনোভাবেই আর কাজ হচ্ছেনা দেখে নিজেরাই ক্রিয়েট করে পাবলিক একাট্টা করার পথ নিচ্ছে |
বিপ্লবের অন্যতম কর্নধার হাসনাত আব্দুল্লার সফর সম্পর্কে পুলিশ প্রশাসনের কাছে কি খবর ছিলোনা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততা গ্রহনযোগ্য নয়।বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখনি বিবেচনায় নিতে হবে।
মতলববাজী রাজনীতি করলে এমনই হয় । বাংলাদেশে কিংস পার্টির স্থান নাই ।
এ ধরনের ঘটনা কাংখিত নয়। অবিলম্বে ঐ সন্ত্রাসী গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
90% হাসিনা 10% tareker সমর্থন ছিল
এরা তো আর জনতার কাতারে নেই,ক্ষমতা লাভের পাইপ লাইনে । হাসনাতরা আখের গোছিয়ে নিতে ব্যস্ত। জনগণ ভোটাধিকার এদের লক্ষ্য নয়, ক্ষমতা দখল এদের লক্ষ্য ।
গাজীপুর বেশি বেড়ে গেছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
Just started. None can violet the decree of god.