অনলাইন
বকেয়া বেতনের দাবি
সিলেটে সড়কে চা-শ্রমিকদের অবরোধ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
(৫ ঘন্টা আগে) ৪ মে ২০২৫, রবিবার, ৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৭ অপরাহ্ন
বকেয়া বেতনের দাবিতে সিলেটের এয়ারপোর্ট সড়ক অবরোধ করে রেখেছে চা-শ্রমিকরা। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২ টার পর থেকে কয়েকটি চা বাগানের শ্রমিকরা আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় অবরোধ করেন। কয়েক হাজার শ্রমিক এসে রাস্তায় বসে পড়ে। এতে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানিয়েছে, বকেয়া বেতন, বোনাস ও রেশন পরিশোধ, বসতবাড়ি নির্মাণ ও মেরামত, চিকিৎসাসেবা চালু ও ঔষধ প্রদান, চা বাগানের গাছ কাটা ও বিক্রি বন্ধসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলনে নেমেছেন চা শ্রমিকরা। এতদিন তারা বাগান কর্তৃপক্ষের কাছে এসব দাবি জানালেও কোনো কাজ হয়নি।
চা-শ্রমিক ও চা বাগান রক্ষা কমিটির আহ্বায়ক রঞ্জিত নায়েক রঞ্জু জানান, বার বার প্রতিশ্রুতি দিলেও সরকার কিংবা বাগান কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এ কারণে চা-শ্রমিকরা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন।
চা-শ্রমিকরা জানিয়েছেন, বেতন ও রেশন না পাওয়ায় খেয়ে না খেয়ে দিন পার করছেন তারা। বুরজান চা কোম্পানির অধীনে থাকা আড়াই হাজার শ্রমিকের বেতন রেশন ও বোনাস বকেয়া পড়েছে। তাদের ছেলে-মেয়েরা তিন বেলা খাবার খেতে পারছেন না।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় মোতায়েন রয়েছে। চা-শ্রমিকদের দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।