ঢাকা, ৪ মে ২০২৫, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

মিজোরাম বিমানবন্দরে আটক দুই মার্কিন নাগরিক, ফেরত পাঠানো হলো দিল্লিতে

মানবজমিন ডিজিটাল

(৪ ঘন্টা আগে) ৪ মে ২০২৫, রবিবার, ১:৩৪ অপরাহ্ন

২ মে মিজোরামের আইজাওয়ালের লেংপুই বিমানবন্দরে দুই মার্কিন নাগরিককে আটক করা হয়। শনিবার তাদের দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (৩ মে ) দ্য হিন্দুকে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, বাওম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শন করতে তারা দুজন মিজোরামে এসেছিলেন। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য ছিল যে, পর্যটন ভিসায় ভারতে থাকা দুই বাংলাদেশি বংশোদ্ভূতসহ চারজন মার্কিন নাগরিক ২রা মে আইজলে পৌঁছাবেন। সংস্থাগুলি সন্দেহ করে যে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সূচনাকালে এর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ২০২২ সাল থেকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে ভারতে পালিয়ে আসা বাওম সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্য মিজোরামে আশ্রয় নিয়েছেন। বিদ্রোহী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর বিরুদ্ধে বাংলাদেশি সেনাবাহিনীর সামরিক অভিযানের পর তারা আশ্রয় নিতে শুরু করে। আটক হওয়া মার্কিন নাগরিকরা (নাম গোপন রাখা হয়েছে) টিয়ারফান্ডের সাথে যুক্ত বলে জানা গেছে। এটি এমন একটি সংস্থা যা ৫০টিরও বেশি দেশের স্থানীয় গির্জা এবং খ্রিস্টান সংগঠনগুলোর সাথে কাজ করে। চিন, কুকি-জো এবং বাওমরা জাতিগতভাবে মিজোদের সাথে সম্পর্কিত। ওই কর্মকর্তা বলেন, ‘ওই মার্কিন নাগরিকদের কারওরই রাজ্যে প্রবেশের জন্য প্রটেক্টেড এরিয়া পারমিট (PAP)  ছিল না। প্রতিবেশী দেশগুলো থেকে অনুপ্রবেশের ফলে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে, বিদেশীদের চলাচল পর্যবেক্ষণের জন্য ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA) মণিপুর, নাগাল্যান্ড এবং মিজোরামে সুরক্ষিত এলাকা শাসন (Protected Area Regime) পুনঃপ্রবর্তন করে। ১৪ বছর পর শিথিলতা প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুসারে, ভ্রমণের ন্যায্যতা প্রমাণ করতে না পারলে কোনও বিদেশীকে সংরক্ষিত এলাকা পরিদর্শনে করতে দেয়া হয় না। কর্মকর্তা বলেন, আমেরিকান নাগরিকরা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সাথেও কাজ করেছেন, যা তাদের মিজোরাম সফরের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করে। মার্চের শুরুতে মিজোরামের  মুখ্যমন্ত্রী লালদুহোমা ইঙ্গিত দিয়েছিলেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণকারী পশ্চিমা ভাড়াটে সৈন্যরা মিয়ানমারের গৃহযুদ্ধে অংশগ্রহণের জন্য তার রাজ্যকে পথ হিসেবে ব্যবহার করতে পারে। এর পর ২১শে এপ্রিল লেংপুই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর কাছে হস্তান্তর করা হয়।

সূত্র : দ্য হিন্দু

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status