অনলাইন
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
স্টাফ রিপোর্টার
(৪ ঘন্টা আগে) ৪ মে ২০২৫, রবিবার, ১২:৫১ অপরাহ্ন

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশের ‘বিতর্কিত ও সাংঘর্ষিক’ বিষয় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
ওই রিটে কমিশনের কিছু সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। একইসঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার নির্দেশনা চাওয়া হয়েছে।
‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট ২০২৫’-এর তিন, চার, ছয়, দশ, এগারো ও বারো অধ্যায়কে ইসলামী শরিয়ত, জনগণের ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে এই রিট পিটিশন দায়ের করা হয়েছে।
রিপোর্টে পুরুষ ও নারীর সমান উত্তরাধিকার, বহুবিবাহ নিষিদ্ধ করা ও যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতিসহ নানা বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে, যা ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ উঠেছে।
পাঠকের মতামত
কোরআনের বিপক্ষে কথা বলা, কোন সংস্কারের প্রশ্ন তোলা, কোন মুসলমান মেনে নেবে না। নিতে পারে না। এটা ঈমানের বিষয়।
নারীরা সম্পদের সমান ভাগ চায় কিনা তা জানার জন্য নারী ভোটারদের নিয়ে একটা গণভোটের দাবি জানাই। এই গণভোটের ব্যবস্থা করা গেলে বাকি সংস্কার আপনা-আপনিই হবে। গণভোটের আগে অবশ্যই ভোটদানে বাধাগ্রস্ত করার শাস্তির আইন প্রণয়ন করতে হবে।