অনলাইন
প্রধান উপদেষ্টার উদ্দেশে হাসনাত
ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি
স্টাফ রিপোর্টার
(১৮ ঘন্টা আগে) ৩ মে ২০২৫, শনিবার, ৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি।’ শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, ‘কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন-আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি না, সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, নির্বাচনে আসবে কি না, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।’
তিনি বলেন, ‘আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে যেসব দাবিতে আজ এখানে জমায়েত হয়েছি, সেটা আমাদের জন্য গর্বের কিছু নয়। বরং লজ্জার।’
গত ৫ আগস্ট সিদ্ধান্ত হয়ে গেছে, হাসিনার পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেডকার্ড দেখিয়ে দিয়েছে উল্লেখ করেন হাসনাত।
আওয়ামী লীগ দাড়ি-টুপিওয়ালা ভাইদের বায়তুল মোকাররমের সামনে থেকে রাস্তায় নামিয়ে এনে হত্যা করেছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ৫ আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না।’
এনসিপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। শহীদদের রক্তের ওপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’
এ সময় আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে হাসনাত বলেন, ‘প্রয়োজন হলে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী, নায়েবে আমির আহমেদ কাশেমী ও হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
পাঠকের মতামত
হাসনাত আপনাদের রাজনৈতিক আদর্শ কি পরিস্কার না হলে দুঃখ জনক হলেও সত্য আপনারা রজনীতিতপ ব্যর্থ হবেন। আপনারা কোন আদর্শ নিয়ে রাজনীতি করছেন গণতন্ত্র, সমাজতন্ত্র, ইসলামী প্রজাতন্ত্র? আপনারা বলেছেন বহুত্ববাদ, কিন্ত বহুত্ববাদ বলে রাজনীতি নাই। বহুত্ববাদ কখনো রাজনৈতিক আদর্শ হতে পারেনা।
অর্বাচীন এর আস্ফালন।অতি বড় বেওকুফ না হলে কেউ এমন কথা বলতে পারে না।
Bagher baccha!
Very good. '' আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। শহীদদের রক্তের ওপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।''