অনলাইন
ড. ইউনূসকে মামুনুল হকের প্রশ্ন
কয়েক মাস আগেও আদালতপাড়ায় ঘোরার কথা কি ভুলে গেছেন
স্টাফ রিপোর্টার
(১৫ ঘন্টা আগে) ৩ মে ২০২৫, শনিবার, ৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করায় ক্ষোভ প্রকাশ করে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আমরা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি, আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন। কিন্তু কেন যেন মনে হচ্ছে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আপনি (ড. মুহাম্মদ ইউনূস) কি সেই কথা ভুলে গিয়েছেন, কয়েক মাস আগেও আমাদের সামনে আদালতপাড়ায় ঘুরতেন।’
শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারকে হুঁশিয়ারি করে মামুনুল হক বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের নামে মামলা প্রত্যাহার না হয়, তাহলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের যা করতে হয় তাই করবে।’
রাখাইনে মানবিক করিডোর দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা বার্তা দিতে চাই। মনে রাখবেন-একাত্তর সালে মুক্তিযোদ্ধারা বলেছিল, আমরা পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। চব্বিশের জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই, আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি নিউ ইউর্কের গোলামী করার জন্য নয়।’
নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা প্রসঙ্গে হেফাজতের এই নেতা বলেন, ‘বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই, নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে কটাক্ষ করা হয়েছে।’
নারী বিষয়ক কমিশন এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে বলে মনে করেন তিনি।
পাঠকের মতামত
ডক্টর ইউনুস আদালত পাড়ায় ঘুরলেও একজন বিশ্ব সম্মানিত ব্যক্তিত্ব, আর তুমিতো নারী কেলংকারী করে জেলের ভিতর ঢুকেছিলে মন আছে? কাউকে ঢিল ছোড়ার আগে পাটকেলটি খেতে প্রস্তুত থেকো।