অনলাইন
উড়ন্ত বিমানে যুবকের ফুটবল ছুড়ে মারার ভিডিও ভাইরাল
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
(১৬ ঘন্টা আগে) ৩ মে ২০২৫, শনিবার, ৭:১৭ অপরাহ্ন

কক্সবাজারে উড়ন্ত বিমান লক্ষ্য করে এক যুবকের ফুটবল ছুড়ে মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তুমুল আলোচনা। ঘটনার পক্ষে বিপক্ষে অনেককে স্ট্যাটাস দিতেও দেখা গেছে। এক পক্ষের দাবি, এটা বিমানের জন্য নিরাপত্তা ঝুঁকি। ওই যুবককে আটক, এমনকি সৈকতে ফুটবল খেলা নিষিদ্ধের দাবিও তুলেছেন কেউ কেউ। অপরপক্ষের দাবি, ঘটনাটি অবাস্তব। এটি ক্যামেরার কারসাজি। ভিউ পাওয়ার জন্য এটি করা হয়েছে। তাই এ নিয়ে লেখালেখি, গ্রেপ্তার দাবি বা সৈকতে ফুটবল খেলা নিষিদ্ধের দাবি হাস্যকর।
শনিবার সকালে ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সমুদ্রসৈকত থেকে ফুটবলটি পা দিয়ে উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন এক যুবক। ভিডিও দেখে মনে হয়, বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরও ওপরে ওঠার পর নিচে পড়ে যায়। আশপাশের ছবি দেখে ধারণা করা হচ্ছে, কক্সবাজারের সুগন্ধ্যা সমুদ্রসৈকতের উত্তর পাশে সিগাল পয়েন্টে ভিডিওটি ধারণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা বলেন, বিমানবন্দর দিয়ে উড্ডয়নের সময় উড়োজাহাজ সাধারণত সমুদ্রসৈকতের ১ হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়। আবার অবতরণের সময় ১ হাজার মিটার পর্যন্ত উঁচুতে থাকে। সে ক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা ফুটবল বিমান পর্যন্ত আসার সুযোগ নেই। তবে বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্রসৈকত এলাকায় ড্রোন ওড়ানো, আকাশে আতশবাজি নিক্ষেপসহ নানা কার্যক্রম নিষিদ্ধ।