অনলাইন
বৃটেনে পার্লামেন্ট উপনির্বাচন ও মেয়র নির্বাচনে লেবারকে হারালো রিফর্ম ইউকে
মানবজমিন ডিজিটাল
(১৭ ঘন্টা আগে) ৩ মে ২০২৫, শনিবার, ৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

বৃটেনে পার্লামেন্ট উপনির্বাচন এবং মেয়র নির্বাচনে চমক দিল অতি দক্ষিণপন্থী নেতা নাইজেল ফারাজের দল রিফর্ম ইউকে। র্যাঙ্কর্ন-হেলস্বি পার্লামেন্ট আসনটি ক্ষমতাসীন লেবার পার্টির থেকে ছিনিয়ে নিয়েছে তারা। আসনটিতে গত জাতীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী মাইক অ্যামস্বেরি জিতেছিলেন।
২০২৪ সালের সাধারণ নির্বাচনে দলটি ১৪ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে সেখানে জিতেছিল। তিনি ইস্তফা দেয়ায় উপনির্বাচন হয়। এক ভোটারের ওপর হামলার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি পদত্যাগ করেছিলেন। এবার তার চেয়ে বেশি ভোট পেয়ে রিফর্মের প্রার্থী ও সাবেক কনজারভেটিভ কাউন্সিলর সারাহ পোচিন চেশায়ার অঞ্চলের এই আসনে জয়ী হন। গ্রেটার লিঙ্কনশায়ারে মেয়র নির্বাচনেও সাফল্য পেয়েছে ডানপন্থী দলটি। রিফর্ম ইউকের প্রার্থী ডেম আন্দ্রেয়া জেনকিন্স সেখানে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি কনজারভেটিভ পার্টির সাবেক এমপি ছিলেন। এর মধ্য দিয়ে রিফর্ম ইউকে প্রথমবারের মতো কংগ্রেসের উপনির্বাচন এবং মেয়র নির্বাচনে জয়ী হয়েছে।
জোড়া জয়ে উচ্ছ্বসিত ফারাজ শনিবার বলেন, ‘এই ফলাফল প্রমাণ করছে আমরাই এখন লেবার পার্টির সরকারের প্রধান বিরোধী শক্তি।’ ১০ মাস আগের সাধারণ নির্বাচনে লেবার পার্টি ৫২ শতাংশ, রিফর্ম ইউকে ১৮ শতাংশ এবং কনজ়ারভেটিভ প্রার্থী ১৬ শতাংশ ভোট পেয়েছিল। জোড়া ভোটের এই ফলাফলকে বৃটিশ রাজনীতিতে ‘নতুন শক্তির উত্থান’ হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে।
মূলত টোরি (কনজ়ারভেটিভ পার্টি) বনাম লেবার শিবিরে বিভক্ত ইংল্যান্ডের রাজনীতিতে কখনও কখনও লিবারেল ডোমেক্র্যাটরা দাগ কাটলেও অন্য কোনও দলের অস্তিত্বই কার্যত ছিল না। গত বছরের জুলাই মাসে পার্লামেন্ট নির্বাচনে রিফর্ম ইউকে নতুন দল হিসাবে লড়ে প্রায় ১ শতাংশ ভোট পেয়েছিল। জিতেছিল চারটি আসনে। বেশ কয়েকটি আসনে কনজ়ারভেটিভ পার্টির ভোট কেটে লেবারদের জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিল রিফর্ম ইউকে। এবার তারা চলে এলো মূল লড়াইয়ে।
সূত্র: রয়টার্স