অনলাইন
কাতারের আমীরের সেই এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরছেন খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার
(১৪ ঘন্টা আগে) ৩ মে ২০২৫, শনিবার, ৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিশেষ এই বিমানে তিনি ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে সিলেট বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা ফিরবেন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন বলেও জানানো হয়।
লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার সফরসঙ্গী ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে রাতে তিনি মানবজমিনকে বলেন, কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সে করেই তিনি ঢাকা ফিরবেন। এম্বুলেন্সের জন্য হিথ্রো বিমানবন্দরে শ্লটের আবেদন করা হয়েছে। সেটা পাওয়ার পরই ফ্লাইটের সময় জানা যাবে।
পাঠকের মতামত
welcome
রাজনীতির ফিনিক্স পাখি বেগম খালেদা জিয়াকে সুস্বাগতম। কাতার আমীরের দূর পাল্লার নিজস্ব এয়ার এম্বুলেন্স শুধু সম্মানিত বন্ধুদেরকে তিনি দিয়ে থাকেন।
আহা কি আনন্দ আকাশে বাতাসে। এয়ারফোর্স ওয়ান জোগাড় করতে পারলে আরো ভালো হতো