বাংলারজমিন
ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম
জুড়ীতে ইউনিয়ন বিএনপি’র সম্মেলন স্থগিত
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
১ মে ২০২৫, বৃহস্পতিবারওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তি, কৃষক লীগ ও জামায়াতপন্থি নেতাদের অন্তর্ভুক্ত করার অভিযোগে মৌলভীবাজারের জুড়ী উপজেলার তিনটি ইউনিয়নের বিএনপি’র সম্মেলন স্থগিত করা হয়েছে। গতকাল জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক পত্রে জুড়ী উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বজুড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মৃত পারুল বেগমকে সদস্য, গোয়ালবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সদস্য মনির সিদ্দিককে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক লীগের সদস্য ফয়েজ আহমদকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে অনিয়ম ও প্রশ্নবিদ্ধ। এসব কারণে উক্ত তিনটি ইউনিয়নের কমিটি গঠন ও সম্মেলন স্থগিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। জুড়ী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাছুম রেজা মানবজমিনকে জানান, শুধু এই তিনটি নয়, উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের সময় নানা অনিয়মের অভিযোগ মৌখিক ও লিখিতভাবে এসেছে। জেলা কমিটি থেকে পাঠানো চিঠিও তারা পেয়েছেন। আহ্বায়কসহ আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।