বাংলারজমিন
আনোয়ারায় পাহাড় ধস ও সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
৩ মে ২০২৫, শনিবারচট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দু’টি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে কাটা পাহাড় ধসে পড়ে মাটিচাপায় দুই শিশু নিহত হয়। বিকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক। আহত অবস্থায় আরও তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের পশ্চিমপাড়া ঈদগাহ এলাকার কেইপিজেড শিল্পাঞ্চল সংলগ্ন পুরনো একটি পাহাড়ের পাশে খেলছিল কয়েকজন শিশু। স্থানীয়রা জানান, খেলতে খেলতে গরমে ক্লান্ত হয়ে তারা পাহাড়ের ছায়ায় আশ্রয় নেয়। এ সময় হঠাৎ ধসে পড়ে পাহাড়ের একাংশ। মুহূর্তেই চার শিশু চাপা পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মাটি খুঁড়ে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা মো. রোহান (১১) ও মো. মিজবাহ (১১) নামের দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় মো. সিয়াম (১২) ও মো. সিফাত (১২)কে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী শিশু মো. ইমরান মানবজমিনকে বলেন, “আমরা সবাই খেলতে গিয়েছিলাম। গরম লাগায় পাহাড়ের কাছে যাই ছায়া পেতে। হঠাৎ করেই পাহাড় ধসে পড়ে। চারজন মাটির নিচে চাপা পড়ে যায়।” আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পূজা মিত্র বলেন, “হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।” কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। শিল্প জোনের ভেতরে প্রবেশ করে পাখি ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা খরচ কেইপিজেড বহন করবে। ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই দিন বিকাল ৪টার দিকে উপজেলার আনোয়ারা-চন্দনাইশ পিএবি সড়কের পীরখাইন রাস্তার মাথা এলাকায় একটি দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. হেলাল (৪৩) ঘটনাস্থলেই নিহত হন। তিনি হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকার মাহবুব আলমের ছেলে। রিকশায় থাকা নারী যাত্রী রুপা আক্তার (২৩) গুরুতর আহত হন। তাকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুই ঘটনাতেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা মিত্র।